
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বর্তমান সরকার অত্যন্ত কঠিন সময় পার করছে। এ সরকার সাংবাদিকদের ওপর নিপীড়ন চালাচ্ছে।
শুক্রবার(৭ এপ্রিল) নগরীর কাজীর দেউড়ি এলাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে চট্টগ্রাম বিভাগীয় কৃষক দলের আলোচনা সভা ও ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইকোনমিক ফোরামের প্রতিবেদনের তথ্য উল্লেখ করে আমির খসরু বলেন, ৬ মাসে সারাদিনে একবেলা খেতে পারেনি এমন লোক দেশে ২৮ শতাংশ রয়েছে। দেশে এখন যেটি চলছে সেটিকে দুর্ভিক্ষ বলে। সাংবাদিককে তুলে নিয়ে তারা প্রমাণ করেছে, তারা কত কঠিন সময় পার করছে।
আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কৃষকদল সহ-সভাপতি আ ন ম খলিলুর রহমানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক রবিউল হাসান পলাশ এবং মো. আজম খানের পরিচালনায় এতে প্রধান বক্তা ছিলেন কৃষকদলের সভাপতি হাসান জাফির তুহিন।
এছাড়াও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকার, সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন এবং সদস্য সচিব আবুল হাশেম বক্কর প্রমুখ।