Search

বৃহস্পতিবার, ৬ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

বৃহস্পতিবার, ৬ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার, ৬ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউল আউয়াল ১৪৪৭ হিজরি

সরকারি জায়গা অবৈধভাবে দখলের অভিযোগে অপরাধীর বিরুদ্ধে নিয়মিত মামলার প্রক্রিয়া চলছে

চান্দগাঁওয়ে ২ কোটি টাকার সরকারি জমি উদ্ধার করলেন এসি ল্যান্ড মাসুদ রানা

চান্দগাঁও থানাধীন চন্দ্রিমা আবাসিক এলাকায় এই জায়গা অবস্থিত

চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন চন্দ্রিমা আবাসিক এলাকায় সরকারি জায়গায় অবৈধভাবে বসবাসকারী চার পরিবারকে উচ্ছেদ করে উদ্ধার করা হয়েছে ৬ শতক জামি। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চান্দগাঁও সার্কেলের সহকারী কমিশনার ভূমি মো. মাসুদ রানা এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

তিনি বলেন, জালাল নামের এক ব্যবসায়ী ওই জায়গায় টিন শেডের ঘর নির্মাণ করে শ্রমজীবী ৪ পরিবারকে ভাড়া দেয়। তাকে বারবার নোটিশ দেওয়া হলেও কোন সাড়া দেয়নি। সরকারি জায়গা অবৈধভাবে দখলের অভিযোগে তার বিরুদ্ধে নিয়মিত মামলার প্রক্রিয়া চলছে।

তিনি আরো বলেন, যেকোন অবৈধ দখলদারির বিরুদ্ধে অভিযান পরিচালনায় জেলা প্রশাসক স্যারের কঠোর নির্দেশনা রয়েছে, জেলা প্রশাসক স্যারের নির্দেশেই আজকের এ অভিযান।অভিযানে সরকারের ৬ শতক জমি উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২ কোটি টাকা।

চট্টগ্রাম মেট্রোপলিটন ও চান্দগাঁও থানা পুলিশ এবং চান্দগাঁও ভূমি অফিসের কর্মচারীরা এ অভিযানে সহায়তা করেন।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print