শনিবার, ১০ই মে ২০২৫ খ্রিস্টাব্দ

শনিবার, ১০ই মে ২০২৫ খ্রিস্টাব্দ শনিবার, ১০ই মে ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই জিলকদ ১৪৪৬ হিজরি

বিএনপির নতুন কর্মসূচী: এবার প্রতি জেলায় পদযাত্রা

প্রভাতী ডেস্ক : দেশব্যাপী মহানগর পদযাত্রা কর্মসূচি থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।  আগামী ২৫ ফেব্রুয়ারি দেশব্যাপী সব জেলায় এ পদযাত্রা কর্মসূচি পালন করবে দলটি।

শনিবার (১৮ ফেব্রুয়ারী) দেশব্যাপী মহানগর পদযাত্রায় নেতৃত্ব দানকারী বিএনপির স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান এবং যুগ্ম মহাসচিবরা নিজ নিজ পদযাত্রা কর্মসূচি থেকে এ কর্মসূচি ঘোষণা করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

এতে জানানো হয়, ‘বিদ্যুৎ, গ্যাস, চাল, ডাল, তেল, চিনিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি ও দমন-নিপীড়নের প্রতিবাদে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ কারাবন্দি নেতাকর্মীদের মুক্তি ও গণবিরোধী ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ, অবৈধ সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফা দাবিতে’ এ পদযাত্রা করবে বিএনপি।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামী ২৫ ফেব্রুয়ারি দেশব্যাপী জেলা পর্যায়ে পদযাত্রা সফল করে ‘গণবিরোধী সরকার সৃষ্ট জনদুর্ভোগের বিরুদ্ধে গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফা দাবি’ আদায়ে চলমান গণআন্দোলন সফল করার আহ্বান জানিয়েছেন।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print