প্রভাতী ডেস্ক: ১৫ নভেম্বর বৃহস্পতিবার ৪০তম বিসিএসে আবেদনের শেষ দিন ছিল। শেষ খবর পাওয়া পর্যন্ত এ পরীক্ষার জন্য আবেদন করেছেন ৩ লাখ ৮৯ হাজর ৫৩৩ জন। অপেক্ষায় আছেন নিবন্ধন করা আরো ৭৮ হাজার। সব মিলিয়ে এবারের ৪০ তম বিসিএসে মোট আবেদনকারীর সংখ্যা সাড়ে ৪ লাখ ছাড়িয়ে যাবে।
গত ১১ সেপ্টেম্বর ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। ৪০তম বিসিএসের আবেদন গ্রহণ শুরু হয় ৩০ সেপ্টেম্বর। এবারের পরীক্ষার মাধ্যমে মোট ১ হাজার ৯০৩ জন ক্যাডার নিয়োগ দেওয়া হবে। তবে এই সংখ্যা আরো বাড়তে পারে।
ক্যাডার অনুসারে প্রশাসনে ২০০, পুলিশে ৭২, পররাষ্ট্রে ২৫, করে ২৪, শুল্ক আবগারিতে ৩২ ও শিক্ষা ক্যাডারে প্রায় ৮০০ জন নিয়োগ দেওয়ার কথা রয়েছে।