শনিবার, ১২ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ

শনিবার, ১২ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ শনিবার, ১২ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই মহর্‌রম ১৪৪৭ হিজরি

পশ্চিম খুলশী জালালাবাদ এলাকাবাসীর উদ্যোগে মিলাদ মাহফিল

পশ্চিম খুলশী জালালাবাদ টাওয়ার মোড় সংলগ্ন এলাকাবাসীর উদ্যোগে ৬ষ্ঠ জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (সঃ) উদ্যাপন উপলক্ষ্যে আজিমুশ্শান নূরানী মিলাদ মাহফিল ১২ নভেম্বর সোমবার টাওয়ার মোড় সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়। বাদে মাগরিব হতে মধ্যরাত পর্যন্ত এই মাহফিলে বিভিন্ন ইসলামী চিন্তাবিদগণ রাসূলের আগমন এবং জীবনী নিয়ে আলোকপাত করেন। মাহফিলে প্রধান মেহমান ছিলেন, কাদেরীয়া হোসাইনীয়া চিশতিয়া দরবার শরীফ এর পীর সাহেব এবং আহলে সুন্নাত ওয়াল জামায়াত যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য শাখার প্রেসিডিয়াম সদস্য আল্লামা শায়খ মুহাম্মদ আবু সুফিয়ান খান আবেদী আল কাদেরী। তিনি তাঁর বয়ানে বলেন, বর্তমান সমাজে প্রতিনিয়ত আল্লাহর রাসূলের অবমাননা হচ্ছে। যারা রাসূলকে নিয়ে বিদ্রুপ করে তাদের জন্ম পরিচয় নেই উল্লেখ করে তিনি বলেন রাসূলের বিদ্রুপ কারীদেরকে সমাজ থেকে বের করে দেওয়া উচিৎ।
মাহফিলে বিশেষ মেহমান ছিলেন, পটিয়া সাতগাছিয়া দরবার শরীফের সাজ্জাদানশীল সৈয়দ আবুল মকছুদ মোহাম্মদ মোতাছিম বিল্লাহ (সম্পদ) সুলতানপুরী (মাঃ জিঃ আঃ), নেছারিয়া তৈয়্যবিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্ররাসার উপাধ্যক্ষ ও টিভির ইসলামী আলোচক আলহাজ্ব মাওলানা মুহাম্মদ খায়রুল আমিন চিশতী এবং ভারতের শর্ষিনা ফুরফুরা শরীফ এর খলিফা হাফেজ কারী মাওলানা মোঃ আবুল হোসেন আল্-চিস্তী।
বক্তারা সবাইকে রাসূল (সাঃ) এর জীবন অনুসরণ এবং মেনে চলার আহ্বান জানান। মিলাদ মাহফিলে সার্বিক সহযোগিতা করেন (চসিক) ১৩নং ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর মোহাম্মদ হোসেন হীরণ, সমাজসেবক মোঃ জহির আহমেদ, মোঃ জসিম, মোঃ কামাল এবং মোঃ জামশেদ প্রমুখ।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print