Search

বৃহস্পতিবার, ১১ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

বৃহস্পতিবার, ১১ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার, ১১ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই রবিউল আউয়াল ১৪৪৭ হিজরি

চিকিৎসার জন্য সস্ত্রীক সিঙ্গাপুর গেলেন বিএনপি মহাসচিব ফখরুল

প্রভাতী ডেস্ক : চিকিৎসা নিতে সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (১০ ফেব্রুয়ারী) প্রথম প্রহরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি রওনা হন। তার সঙ্গে স্ত্রী রাহাত আরা বেগমও চিকিৎসার জন্য গেছেন।

ফ্লাইটে ওঠার আগে ফখরুল গণমাধ্যমকে বলেন, “সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে আমি ডাক্তার দেখাব। এটা আমার ফলোআপ চেকআপ। প্রতিবছরই আমাকে সেখানে ফলোআপ চেকআপে যেতে হয়- আপনারা সেটা জানেন।”

“আমার স্ত্রীও অসুস্থ, তিনিও যাচ্ছেন। তার চিকিৎসার জন্য ডাক্তারের অ্যাপয়েনমেন্ট করা হয়েছে।”

দলের নেতাকর্মীসহ দেশবাসীর কাছে দোয়া চেয়ে বিএনপি মহাসচিব জানিয়েছেন, এক সপ্তাহ পর তিনি দেশে ফিরবেন।

৭৬ বছর বয়সী ফখরুল এর আগেও সিঙ্গাপুরে চিকিৎসা নিয়েছেন। সর্বশেষ ২০২১ সালের ৩০ জানুয়ারি তিনি সিঙ্গাপুরে গিয়েছিলেন।

২০১৫ সালে কারাবন্দি অবস্থায় তার ঘাড়ের ইন্টারন্যাল ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়লে মুক্তির পর সেখানে গিয়ে চিকিৎসা করান তিনি। এরপর প্রতিবছরই ফলোআপ চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে যেতে হয়।

গত ৮ ডিসেম্বর মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উত্তরার বাসা থেকে পুলিশ গ্রেপ্তার করে। একমাস কারাবাসের পর উচ্চ আদালতের জামিনে তিনি মুক্তি পান। এরপর গত ১৫ জানুয়ারি তিনি এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন, দুইদিন চিকিৎসা শেষে বাসায় ফেরেন বিএনপি মহাসচিব।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print