রবিবার, ১৩ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ

রবিবার, ১৩ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ রবিবার, ১৩ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই মহর্‌রম ১৪৪৭ হিজরি

চট্টগ্রাম কর আইনজীবী সমিতির নির্বাচন: সভাপতি নূর হোসেন, সম্পাদক ফিরোজ

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম কর আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত কর আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেলের সভাপতি সাধারণ সম্পদক কোষাধ্যক্ষসহ সর্বাধিক ১০টি পদে এবং বিএনপি সমর্থিত কর আইনজীবী ঐক্য পরিষদ সহ সভাপতি ও যুগ্ম সম্পাদকসহ ৬টি পদে জয়ী হয়েছে। এছাড়া কর আইনজীবী সম্মিলিত পরিষদের একজন নারী সদস্য নির্বাচিত হয়েছেন। আওয়ামী লীগ সমর্থিতরা হচ্ছেন সভাপতি মোহাম্মদ নূর হোসেন, সাধারণ সম্পাদক মো. ফিরোজ ইফতেখার, কোষাধ্যক্ষ আনিস ইফতেখার, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক আজমল হক মামুন, সমাজকল্যাণ সম্পাদক  আজিজুর রহমান, সদস্য জারজিস আহমদ চৌধুরী, বিপ্লব চন্দ্র ভৌমিক, সুকান্ত দত্ত, নিখিল কান্তি দাশ এবং মো. আলমগীর হোসেন।

অপরদিকে বিএনপি সমর্থিতরা হচ্ছেন সহ সভাপতি শেখ মোহাম্মদ শাহজাহান ঠাকুর, যুগ্ম সম্পাদক মো. সরওয়ার আলম ভূঁইয়া, পাঠাগার ও তথ্যপ্রযুক্তি সম্পাদক মোহাম্মদ তাজুদ্দিন, সদস্য জহির উদ্দিন বাবর, এ এইচ এম শাহীন আলম ও ফরিদ সরকার।

নির্বাচনে কর আইনজীবী সম্মিলিত পরিষদের প্রার্থী হিসেবে একমাত্র নারী সদস্য নির্বাচিত হয়েছেন রুমানা বেগম

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print