আন্তর্জাতিক ডেস্ক: আয়রনম্যান, স্পাইডারম্যান ও ব্ল্যাক প্যানথারসহ কালজয়ী অনেক প্রকার কমিক্সের জনক স্ট্যান লি মারা গেছেন।
স্ট্যান লি’র পারিবারিক আইনজীবী বলেন, স্থানীয় সময় সোমবার সকালে লস অঞ্জেলসের সিডার্স সিনাই মেডিকেল সেন্টারে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন লি।-বিবিসি
স্ট্যান লি দীর্ঘদিন ধরে নিউমোনিয়াসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। পৃথিবী বিখ্যাত স্পাইডারম্যান, এক্স ম্যান, হাল্ক, আয়রনম্যান, ব্ল্যাক প্যানথারসহ ও ডক্টর স্ট্রেঞ্জের মতো সব চরিত্রের অন্যতম স্রষ্টা এই মার্কিন কমিক্স লেখক। মার্ভেল কমিক্সের সাবেক প্রেসিডেন্টও ছিলেন তিনি।