শনিবার, ১২ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ

শনিবার, ১২ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ শনিবার, ১২ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই মহর্‌রম ১৪৪৭ হিজরি

চট্টগ্রামে একাদশে ভর্তির শেষ সুযোগ পাচ্ছে  সাড়ে ১৪ হাজার শিক্ষার্থী 

নিজস্ব প্রতিবেদক : একাদশ শ্রেণিতে ভর্তির বাইরে থাকা চট্টগ্রামের সাড়ে ১৪ হাজার শিক্ষার্থীর জন্য সর্বশেষ সুযোগ দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। নির্ধারিত সময়ের মধ্যে পুনরায় অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে তাদের।

জানা গেছে, ৬ ফেব্রুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি রাত ৮টা পর্যন্ত ফের অনলাইনে ভর্তির আবেদন করতে পারবেন এসব শিক্ষার্থী। ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে (www.xiclassadmission.gov.bd) এ আবেদন করা যাবে। আবেদন যাচাই–বাছাই শেষে ১২ ফেব্রুয়ারি রাত ৮টায় ফলাফল প্রকাশ করা হবে। নির্বাচিতদের নিশ্চায়ন ও কলেজ ভর্তি চলবে ১৩ ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি বিকেল ৫টা পর্যন্ত।

একাদশ শ্রেণিতে ভর্তির জন্য তৃতীয় ধাপের ফল প্রকাশের পর চূড়ান্তভাবে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম শুরু হয় গত ২২ জানুয়ারি। পরে ৩১ জানুয়ারি এ ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়। কিন্তু এখনো ভর্তির বাইরে রয়ে গেছে চট্টগ্রামের সাড়ে ১৪ হাজার শিক্ষার্থী। এর মধ্যে জিপিএ–৫ পাওয়া ৯১ জন শিক্ষার্থীও রয়েছেন। তিন দফা আবেদন ও ফলাফলে ভর্তির জন্য কোনো কলেজে মনোনয়ন পাননি তারা।

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর জাহেদুল হক বলেন, কলেজ না পাওয়া শিক্ষার্থীদের সর্বশেষ একটি সুযোগ দেওয়া হয়েছে। কোনো ধরনের ভুল ছাড়াই এ সুযোগ কাজে লাগাতে হবে তাদের। আগের মতোই অনলাইনে আবেদন করবে তারা। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print