মঙ্গলবার, ১৫ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ

মঙ্গলবার, ১৫ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ মঙ্গলবার, ১৫ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই শাওয়াল ১৪৪৬ হিজরি

প্রধানমন্ত্রীকে হত্যাচেষ্টা মামলার আসামির মৃত্যু কারাগারে

প্রভাতী ডেস্ক : গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ এ হাজতি হরকাতুল জিহাদ হুজির এক সদস্যের মৃত্যু হয়েছে। তিনি কোটালীপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলার আসামি ছিলেন।

শুক্রবার(৬ জানুয়ারী) সকাল ৮টার দিকে গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত আবুল হোসেন খোকন (৫৫) বরিশাল জেলার কোতোয়ালি থানার রাজধর গ্রামের আবদুল খালেকের ছেলে।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র জেল সুপার (অতিরিক্ত দায়িত্ব) মো. আমিরুল ইসলাম জানান, সকাল সাড়ে ৭টার দিকে আবুল হোসেন খোকন হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন। পরে তাকে কারাগারের ভেতরে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলার আসামি ছিলেন। আবুল হোসেন খোকন ২০০৬ সাল থেকে ঢাকা হাইসিকিউরিটি কারাগারে এবং পরে ২০১৬ সালে তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছিল।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print