রবিবার, ৬ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ

রবিবার, ৬ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ রবিবার, ৬ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই মহর্‌রম ১৪৪৭ হিজরি

ফারদিনের প্রেমের সম্পর্ক নিয়ে ফেসবুকে যা জানালেন বান্ধবী আরিশা

প্রভাতী ডেস্ক : বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ফারদিন নূর পরশের প্রেমিকা হিসেবে নাম আলোচনায় আসায় প্রতিবাদ জানিয়েছেন আরিশা আশরাফ নামে এক তরুণী। গত বৃহস্পতিবার নিজের ফেসবুক আইডি থেকে দেওয়া স্ট্যাটাসে তিনি এই প্রতিবাদ জানান।

ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, ফারদিন নূরের কোনো প্রেমিকা ছিল না। না আমি আর না বুশরা- আমরা কেউই তার প্রেমিকা ছিলাম না। আমার ব্যাপারটা আমি পরের পোস্টে ক্লিয়ার করব, আগে বুশরারটা বলি। ফারদিন নূর যখন নিখোঁজ ছিল, তখন তার ল্যাপটপটা পুলিশ সিজ করার আগে তার ভাইয়েরা বুশরার সাথে তার ম্যাসেনজার কথোপকথন সম্পূর্ণ পড়েছে। যেখানে এমন কিছুই পাওয়া যায়নি যেটা বিন্দুমাত্র আপত্তিকর। সে আর ১০টা ছেলের মতো ছিল-ই না। এসব কখনোই তাকে স্পর্শ করতে পারেনি। এই জন্য তাকে রোবট নামে ডাকা হতো।’

তিনি আরো লেখেন, ‘আমার সাথে তার কি সম্পর্ক সেটা আমি নেক্সট (পরের) পোস্টে জানাবো। দয়া করে একটা মৃত মানুষকে নিয়ে না জেনে তার ব্যাপারে উল্টা পাল্টা কথা রটাবেন না। তার পরিবারের কথাটা একটু ভাবুন। ’

গত ৪ নভেম্বর রাতে নিখোঁজ হন বুয়েট শিক্ষার্থী ফারদিন। সেদিন বান্ধবী বুশরাকে রামপুরায় পৌঁছে দেওয়ার পর তাঁর আর হদিস পাওয়া যায়নি। ৭ নভেম্বর বিকেলে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে ফারদিনের লাশ উদ্ধার করে নৌ পুলিশ।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print