রবিবার, ৬ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ

রবিবার, ৬ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ রবিবার, ৬ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই মহর্‌রম ১৪৪৭ হিজরি

আ.লীগের সম্মেলনের দিন বিএনপির মিছিল সংঘাতের উসকানি —ওবায়দুল কাদের

প্রভাতী ডেস্ক: ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনের দিন ঢাকায় বিএনপির গণমিছিলের ডাক দেয়া সংঘাতের উসকানি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।তিনি বলেছেন, ‘এদিন আমাদের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। কিন্তু বিএনপি গণমিছিল কর্মসূচি ঘোষণা করেছে। এটি উসকানি বা সংঘাত চাওয়ার শামিল।’

ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে গতকাল সম্মেলনের মঞ্চ ও সাজসজ্জা উপকমিটির প্রস্তুতি সভায় এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘২৪ ডিসেম্বর সারা দেশ থেকে আওয়ামী লীগের নেতাকর্মী ঢাকায় আসবেন। তাই এদিন বিএনপি গণমিছিল করলে সমস্যা হতে পারে। ঢাকা সিটিতে অহেতুক সংঘাতের উসকানি দেবেন না। আমরা সংঘাত চাই না।আপনারা গণমিছিল করা মানেই সংঘাতের উসকানি দেয়া।’

বিএনপি সেদিন গণমিছিল করতে চাইলে তাদের ঢাকার বাইরে করার পরামর্শ দেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘সারা দেশ থেকে আমাদের নেতাকর্মীরা আসবেন, আমরা সংঘাত চাই না সে কারণে আপনাদের গণমিছিল কর্মসূচি বাইরে করেন। ঢাকায় গণমিছিল না করতে আমরা অনুরোধ করছি।’

১০ ডিসেম্বরের সমাবেশে ১৯৭১ সালের ৭ মার্চ রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর ঐতিহাসিক জনসভার চেয়ে বেশি জনসমাগমের যে দাবি বিএনপি করেছে, তাকে পাগলামো বলেও উল্লেখ করেন এ আওয়ামী লীগ নেতা।তিনি বলেন, ‘বিএনপি নেতারা পাগল হয়ে গেছেন। ১০ ডিসেম্বর বিএনপির গণসমাবেশ ছিল সুপার ফ্লপ। বিএনপি কিনা বলেছিল, ১১ তারিখ তারেক রহমানের এয়ারপোর্টে আসার কথা। ১০ তারিখ তারা লাল কার্ড দেখানোর কথা। জনগণ তাদের লাল কার্ড দেখাল।’

বিএনপি যে ১০ দফা দাবি দিয়েছে, তাতে নতুন কিছু দেখতে না পাওয়ার কথাও জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘বিএনপির ১০ দফা দাবির মধ্যে নতুন কিছু দেখছি না। জনকল্যাণের কোনো কথা নেই।জনগণের কাছে বিএনপির এসব দাবির কোনো দাম নেই।’

বিএনপির বিভাগীয় কর্মসূচির দিন কেন ঢাকায় ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের অবস্থান ছিল, সেই ব্যাখ্যাও দেন। তিনি বলেন, ‘এদিন সারা দেশের সব ওয়ার্ড, থানা ও পাড়া-মহল্লায় আওয়ামী লীগ নেতাকর্মীরা অবস্থান নিয়েছিল। যাতে দেশের মধ্যে কোনো বিশৃঙ্খলা করতে না পারে বিএনপি।’

সভায় আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের মঞ্চ ও সাজসজ্জা উপকমিটির আহ্বায়ক এবং দলের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আবদুস সবুর, আইনবিষয়ক সম্পাদক নজিবুল্লাহ হিরু প্রমুখ উপস্থিত ছিলেন।

একই দিন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের উদ্যোগে শান্তি সমাবেশে বক্তব্য দেন ওবায়দুল কাদের। এ সমাবেশ থেকেও তিনি আওয়ামী লীগের সম্মেলনের দিন বিএনপির কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানান।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print