সোমবার, ৭ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ

সোমবার, ৭ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ সোমবার, ৭ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই মহর্‌রম ১৪৪৭ হিজরি

চট্টগ্রাম কসমোপলিটন হাসপাতালে ৩ দিনে গলাকাটা ভুতুড়ে বিল, প্রতিবেদককে ডিরেক্টর জাহেদের হুমকী

এম.জিয়াউল হক: বেসরকারি হাসপাতালে রোগীদেরকে আকাশছোঁয়া বিল দেয়ার ঘটনা নতুন কিছু নয়। ইতোপূর্বে চট্টগ্রামের বেশ কিছু হাসপাতালের বিরুদ্ধে অতিমাত্রায় বিলের রশিদ ধরিয়ে দেয়ার অভিযোগ উঠেছিল। এবার চট্টেশ্বরী রোডের চট্টগ্রাম কসমোপলিটন হাসপাতাল প্রাঃ লিঃ এ এমন ঘটনা ঘটেছে। মাত্র ৩ দিনে নিউমোনিয়া আক্রান্ত এক শিশু রোগীর বিল ধরা হয়েছে প্রায় ৬০ হাজার টাকা। রোগী সর্বমোট ৮২ ঘন্টা হাসপাতালে অবস্থান করলেও অক্সিজেন বিল ধরা হয়েছে ১০৩ ঘন্টার যা দিন-দুপুরে ডাকাতিকেও হার মানায়।

জানা যায়, লোহাগাড়ার বাসিন্দা কফিল উদ্দীন তার ৩ মাস বয়সী ভাতিজা আইয়ানকে নিউমোনিয়া জনিত রোগের কারণে ৩রা ডিসেম্বর দিবাগত রাত ২ টার দিকে চট্টগ্রাম কসমোপলিটন হাসপাতালের ৬০১ নং কেবিনে(রেজি: নং-আইপিডি/১২-২২/২৫৭৬৮) ভর্তি করান। ৭ ডিসেম্বর সকাল পর্যন্ত রোগীর চিকিৎসা চলে। দুপুর ১২ টার পরে রোগীকে ডিসচার্জ করা হয়। কিন্তু চিকিৎসার বিল দেখে হতবাক হয়ে যায় কফিল । সর্বমোট বিল করা হয় ৫৯,৯৫০ টাকার। যেখানে ভর্তি ফি বাবদ ৬০০ টাকা, কেবিন ভাড়া বাবদ ৪০০০ টাকা, ওষুধ বাবদ ৩৯২৫ টাকা, ডিউটি ডাক্তার ফি বাবদ ২৫০০ টাকা, কনসালটেন্ট ফি বাবদ ৬০০০ টাকা, সার: টিম চার্জ বাবদ ১০০ টাকা, আইভি চার্জ বাবদ ৬০০০ টাকা, অক্সিজেন বাবদ ২০৬০০ টাকা, প্যাথলজি বাবদ ১৪১৫ টাকা, নেবুলাইজার বাবদ ৩৬০০ টাকা হিসেব করলে ৪৮,৭৪০ টাকা হয়। সেই বিলের সাথে সার্ভিস চার্জ ১১২১০ টাকা যোগ করে মোট বিল করা হয় ৫৯,৯৫০ টাকা। বিলের কপিতে রেফারেন্স হিসেবে ডিরেক্টর মোঃ জাহেদুল ইসলামের নাম উল্লেখ করা হয়েছে।

মাত্র ৮২ ঘন্টায় একজন শিশুর চিকিৎসায় এমন একটি ভুতুড়ে বিল দেখে হতবাক হয়ে যায় রোগীর অভিভাবকরা। ৮২ ঘন্টা চিকিৎসা চললেও রোগীকে ১০৩ ঘন্টা অক্সিজেন দেওয়ার ঘটনা রীতিমতো যে কাউকে অবাক করবে। কর্তৃপক্ষের তথ্যানুযায়ী প্রতি ঘন্টা ২০০ টাকা করে ১০৩ ঘন্টার অক্সিজেন বিল ২০,৬০০ টাকা, প্রতিবার ২০০ টাকা করে ১৮ বার নেবুলাইজেশন বিল ৩৬০০ টাকা করা হয়েছে। একজন ৩ মাসের নিউমোনিয়া রোগীর চিকিৎসায় ৩৯২৫ টাকার ঔষধ এবং ৬০০০ টাকার আইভি কতটুকু যৌক্তিক সেটা চিকিৎসক মহল ভালো জানবেন। এছাড়া ১১২১০ টাকা সার্ভিস চার্জ নেওয়ার পরেও ডিউটি ডাক্তার ফি ২৫০০ টাকা ধার্য্য করা কতটুকু যৌক্তিক সেটা একমাত্র কর্তৃপক্ষ ভালো জানবেন। এখানে যে কারো কৌতুহল থাকতে পারে রোগীকে একটানা অক্সিজেন চালালেও ৮২ ঘন্টা হয়, কিন্তু ১০৩ ঘন্টার বিল কেমনে হলো? এছাড়া অক্সিজেন কি চিকিৎসার সম্পূর্ণ সময় থেকে ১ ঘন্টার জন্যও খোলা হয়নি?

একটি নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, ডিরেক্টর জাহেদুল ইসলাম একজন ব্যাংকার হলেও রোগীদের চিকিৎসার ব্যাপারে ডিউটি ডাক্তার এবং নার্সকে বিভিন্নভাবে দিকনির্দেশনা প্রদান করেন। চিকিৎসক না হয়েও চিকিৎসার ব্যাপারে দিকনির্দেশনা প্রদান কতটুকু যৌক্তিক সেটা তিনি ভালো জানবেন।

রোগীর অভিভাবক কফিল বলেন, আমার ভাতিজা নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ায় আমরা ৩ তারিখ রাত ২ টার দিকে কসমোপলিটন হাসপাতালে ভর্তি করাই। ৭ তারিখ সকাল বেলায় রোগীর অবস্থার উন্নতি হলে আমাদেরকে ছেড়ে দেওয়ার কথা জানানো হয়। চিকিৎসা অনুযায়ী বিলের পরিমাণ অনেক বেশী, তবুও আমরা নিরূপায় হয়ে বিল প্রদান করেছি। অক্সিজেন প্রসঙ্গে তিনি বলেন যতদিন চিকিৎসা চলছে একটানা অক্সিজেন দেওয়া হয়নি, যখন প্রয়োজন তখন দেওয়া হতো।

এই ব্যাপারে জানতে চাইলে ডিরেক্টর জাহেদুল ইসলাম বলেন, রোগীর বাবা প্রবাসী তাদের বিল প্রদানে সমস্যা হওয়ার কথা নয়। এছাড়া রোগীর অভিভাবক বাড়তি বিলের কথা সাংবাদিককে বলে কি লাভ কি হবে? বিল করা ও কমানোর মালিক তো আমরা। রোগীর চিকিৎসা ৮২ ঘন্টা চললেও ১০৩ ঘন্টা অক্সিজেন বিল করার ব্যাপারে জানতে চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে বলেন, হিসেব করলে ৫ দিন হয়। এসময় অনেক সাংবাদিক তাঁর পকেটে থাকে বলেও কটাক্ষ করেন তিনি।

এই ব্যাপারে উপকূল মানবাধিকার সংস্থার চট্টগ্রাম বিভাগীয় সভাপতি মেজবাহুল ইসলাম রিয়াদ বলেন, এই ধরণের অযৌক্তিক ও বাড়তি বিল প্রাইভেট হাসপাতাল কর্তৃপক্ষের অসাধু ও হীনমন্যতার পরিচয় বহন করে।রোগীর অভিভাবকদের অসচেতনতাকে দায়ী করে তিনি বলেন যদি সব রোগীর অভিভাবক সচেতন হয়ে এসব অনৈতিক কর্মকান্ডের প্রতিবাদ করে তাহলে এমন জঘন্য কাজ করার সাহস কেউ পেতো না। সিভিল সার্জন মহোদয়সহ সংশ্লিষ্ট প্রশাসনের উচিত এমন অনিয়ম -দূর্নীতির বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা।

এই ব্যাপারে সিভিল সার্জন বলেন, এইভাবে অতিরিক্ত বিল আদায়ের কোন সুযোগ নেই। রোগীর অভিভাবক যদি অভিযোগ করেন তাহলে যথাযথ ব্যবস্থা করা হবে।

★শীঘ্রই প্রকাশিত হবে চট্টগ্রাম কসমোপলিটন হাসপাতালের ভ্যাট ফাঁকি নিয়ে একটি বিশেষ প্রতিবেদন।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print