রবিবার, ১৩ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ

রবিবার, ১৩ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ রবিবার, ১৩ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই মহর্‌রম ১৪৪৭ হিজরি

রাজাখালী ফৈজুন্নেছা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রাক্তন ছাত্র কার্যনির্বাহী পরিষদের সভা সম্পন্ন

রাজাখালী ফৈজুন্নেছা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রাক্তন ছাত্র কার্যনির্বাহী পরিষদের সভা নগরীর চিটাগাং স্কয়ার ক্লিনিক্যাল ল্যাবরেটরী লিঃ এর হলরুমে ২রা ডিসেম্বর (শুক্রবার) সম্পন্ন হয়েছে। সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মনজুর আলমের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে সাংগঠনিক সম্পাদক মোঃ আওলাদ হোছাইন এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন প্রাক্তন ছাত্র পরিষদের সভাপতি ডাক্তার আতিকুর রহমান।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ছরওয়ার কামাল ও সহ – সভাপতি মো. রমিজ উদ্দিন।

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমান সাধারণ সম্পাদক ছরওয়ার কামাল তার বক্তব্যে বলেন , বিদ্যালয়ের ২০২২ সালের এস.এস.সি পরীক্ষার্থীদের শতভাগ পাস ও উপজেলায় প্রথম স্থান অধিকারের গৌরব অর্জন করায় বিদ্যালয় পরিচালনা পরিষদ এর সভাপতি আলহাজ্ব এ.জে.এম গিয়াস উদ্দিন চৌধুরী, শিক্ষকমন্ডলী ও কৃতকার্য শিক্ষার্থীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। তিনি আরো বলেন, ২০২৩ সালের জানুয়ারিতে বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপিত হবে ইনশাআল্লাহ।

সভাপতি তার বক্তব্যে বলেন,বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে স্মরণিকা প্রকাশিত হবে। এতে বিদ্যালয়ের সকল প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণ কাম্য। আগামী শুক্রবার (৯ ই ডিসেম্বর) নগরীর সার্সন রোডস্থ নিউ লাইফ হসপিটালের কনফারেন্স রুমে কার্যনির্বাহী পরিষদের সমন্বয় সভা প্রধান উপদেষ্টা আলহাজ্ব এ.জে.এম গিয়াসুদ্দিন চৌধুরীর উপস্থিতিতে অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে পরিষদের পুর্ণাঙ্গ কমিটি ও ব্যাচ প্রতিনিধিদের নাম ঘোষনা করা হবে। অনুষ্ঠানে সকল প্রাক্তন ছাত্রদের উপস্থিতি আশা করছি। আমরা সকলের সহযোগিতা পেলে স্মরণকালের অবিস্মরণীয় অনুষ্ঠান উপহার দিতে পারব ইনশাআল্লাহ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, পরিষদ এর শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক মো. গোফরান, কার্যনির্বাহী সদস্য আইয়ুব বাচ্চু, মনির উদ্দীন, আরিফুল ইসলাম, আজাদুল ইসলাম, আবিদুল হাসান, রাশেদুল ইসলাম এবং জিয়াউল হাসান প্রমুখ। – বিজ্ঞপ্তি

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print