রবিবার, ১৩ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ

রবিবার, ১৩ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ রবিবার, ১৩ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই মহর্‌রম ১৪৪৭ হিজরি

বিশ্বকাপের শেষ ষোল চূড়ান্ত: কে কার প্রতিপক্ষ ও ম্যাচের সময়সূচি

আন্তর্জাতিক ডেস্ক: কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বে লড়াই শেষ হয়েছে। যেখান থেকে দ্বিতীয় রাউন্ডে পৌছে গেছে ১৬ দল। বাদ পড়েছে জার্মানি, মেক্সিকো, উরুগুয়ের মতো শক্তিশালী দলসহ মোট ১৬টি দল। নকআউটে টিকে থাকা বাকি ১৬ দলের লড়াইও শুরু হবে আজ রাত থেকেই।

‘এ’ গ্রুপ থেকে বিশ্বকাপের টিকিট পেয়েছে নেদারল্যান্ডস এবং সেনেগাল। ক্রমান্বয়ে ‘বি’ গ্রুপে ইংল্যান্ড এবং যুক্তরাষ্ট্র; ‘সি’- আর্জেন্টিনা এবং পোল্যান্ড; ‘ডি’- ফ্রান্স এবং অস্ট্রেলিয়া; ‘ই’- জাপান এবং স্পেন; ‘এফ’- মরক্কো এবং ক্রোয়েশিয়া; ‘জি’- ব্রাজিল এবং সুইজারল্যান্ড; ‘এইচ’ -পর্তুগাল এবং দক্ষিণ কোরিয়া।

কোয়ার্টার-ফাইনালে ওঠার প্রথম লড়াইয়ে ৩ নভেম্বর (শনিবার) বাংলাদেশ সময় রাত ৯টায় ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন নেদারল্যান্ডস ‘বি’ গ্রুপের রানার্সআপ যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে। এই ম্যাচের পরই দিবাগত রাত ১টায় ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে ‘ডি’ গ্রুপের রানার্সআপ অস্ট্রেলিয়া।

তার পরদিনই রাত ৯ টায় পোল্যান্ডের বিপক্ষে খেলবে ফ্রান্স। একইদিনে দিবাগত রাত ১ টায় সেনেগালের বিপক্ষে নামবে ইংল্যান্ড। পরদিনও রয়েছে দুইটি ম্যাচ। সোমবার রাত ৯ টায় জাপান মোকাবেলা করবে ক্রোয়েশিয়াকে। রাত ১ টায় ব্রাজিল নামবে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে। পরদিন মঙ্গলবার রাত নয়টায় স্পেনের বিপক্ষে মাঠে নামবে মরক্কো। দিনের দ্বিতীয় ম্যাচে মঙ্গলবার দিবাগত রাত ১ টায় মাঠে নামবে পর্তুগাল ও সুইজারল্যান্ড।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print