Search

শনিবার, ৬ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

শনিবার, ৬ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ শনিবার, ৬ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই রবিউল আউয়াল ১৪৪৭ হিজরি

ঝুঁকি বিশ্লেষণের পর বিএনপিকে সমাবেশের অনুমতি দেওয়া হবে: ডিএমপি

প্রভাতী ডেস্ক : ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) ফারুক হোসেন বলেছেন, গোয়েন্দা সংস্থার মাধ্যমে ঝুঁকি বিশ্লেষণের পর বিএনপির সমাবেশের অনুমতির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে কবে নাগাদ অনুমতি দেওয়া যাবে, তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না।

মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে বিএনপি নেতারা ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে সাক্ষাৎ করে বেরিয়ে যাওয়ার পরে দুপুরে মিন্টো রোডের ডিএমপির মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এসব কথা বলেন ডিসি মিডিয়া।

তিনি বলেন, ‘বিএনপি ঢাকা বিভাগে যে গণসমাবেশ করবে, সেটার অনুমতির জন্য দলটির নেতারা ডিএমপি কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে অনুমতি চেয়ে একটি আবেদন করেছেন।’

তিনি বলেন, ‘আমরা লিখিত দরখাস্ত পেয়েছি, এখন সেটি বিবেচনা করে দেখবো অনুমতি দেওয়া যায় কিনা। আমাদের যে গোয়েন্দা সংস্থা রয়েছে, তাদের তথ্য বিশ্লেষণ করে দেখবো, কোনও ধরনের ঝুঁকি আছে কিনা।’

বিএনপি নেতাকর্মীদের গ্রেফতারের অভিযোগের বিষয়ে গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে এরকম কাউকে গ্রেফতার করিনি। যাদের বিরুদ্ধে মামলা নেই, তাদের বিরুদ্ধে এরকম কোনও গ্রেফতার অভিযানও চলছে না। তবে যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা আছে, তাদের অবশ্যই আইনের আওতায় নিয়ে আসবো, তাদের গ্রেফতার করবো।’

বিএনপির গণসমাবেশের অনুমতি পেতে কতদিন লাগবে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তারা আজকে আবেদন করেছেন, আমরা আমাদের নিজস্ব গোয়েন্দা সংস্থার মাধ্যমে ঝুঁকি বিশ্লেষণের পর আলোচনা করে সিদ্ধান্ত নেবো।’

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print