Search

রবিবার, ৭ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

রবিবার, ৭ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ রবিবার, ৭ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই রবিউল আউয়াল ১৪৪৭ হিজরি

রিজার্ভের একটি টাকাও অপচয় হয়নি, অপপ্রচার চালাচ্ছে বিএনপি: প্রধানমন্ত্রী

প্রভাতী ডেস্ক : আওয়ামী লীগ সরকার একটি টাকাও অপচয় করে না, জনগণের জন্য খরচ করে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর রিজার্ভ প্রশ্নে জানান, আমদানি পণ্যের বাড়তি খরচ মেটাতেই তা ব্যয় হচ্ছে। এ নিয়ে অপপ্রচার চালাচ্ছে বিএনপি। শনিবার(১২ নভেম্বর) সকালে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ উদ্বোধন করে এসব কথা বলেন তিনি।

গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। প্রায় ১৭ হাজার কোটি টাকা ব্যয়ে হচ্ছে ২৪ কিলোমিটার দীর্ঘ এই এক্সপ্রেসওয়েটি।

পরে নিজ বক্তব্যে রিজার্ভ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘করোনা মহামারি মোকাবিলা ও ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে সারা বিশ্বেই মন্দাভাব। মূল্যস্ফীতির কারণে খাদ্য-জ্বালানির চাহিদা মেটাতেই বেশি খরচ হচ্ছে।

আর ৮ বিলিয়ন ডলার খরচ প্রশ্নে তিনি জানান, বিমান কেনা ও নদী ড্রেজিং ছাড়াও শ্রীলঙ্কাকে ধার দিতে হয়েছে। তিনি বলেন, দেশের কল্যাণেই রিজার্ভের টাকা ব্যয় হয়েছে। জনগণ ও দেশের জন্যই এই টাকা ব্যয় হয়েছে।

রিজার্ভের টাকা নিয়ে বিএনপি অপপ্রচার চালাচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এ নিয়ে বিএনপি অপপ্রচার চালাচ্ছে। আর অর্থপাচারে দণ্ডিতদের এ অভিযোগ করা মানায় না।

তিনি আরও বলেন, ‘বিএনপির সময় রিজার্ভের ঘাটতি ছিল, সেটা ৪৮ বিলিয়ন ডলারে উন্নীত করে আওয়ামী লীগ সরকার। চুরি করে অর্থ সম্পদের বানিয়েছে বিএনপি নেতারা।

বিএনপি সরকারের সময়ের ২. ৯ বিলিয়ন ডলারের রিজার্ভের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী জানান, ‘আওয়ামী লীগ সরকারের সময়েই সেই রিজার্ভ ৪৮ বিলিয়নে পৌঁছেছিল।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print