
বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটি’র প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট সংগঠক ও কলামিস্ট নাজিম উদ্দিন চৌধুরী এ্যানেল গ্লোবাল সোশ্যাল বিজনেস সামিট ২০২২ ইটালি ও সুইজারল্যান্ড -ফ্রান্সের বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন অনুষ্ঠানে যোগদান উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান ৫ নভেম্বর (শনিবার) বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটির কেন্দ্রীয় কার্যালয়ে প্রোগ্রাম কো অর্ডিনেটর এম. আওলাদ হোছাইন এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
সংবর্ধিত অতিথি নাজিম উদ্দিন চৌধুরী এ্যানেল এর দীর্ঘ ২২ বছরের বর্ণাঢ্য মানবিক কর্মকাণ্ডের ঐতিহ্য তুলে ধরে অনুষ্ঠানের প্রধান বক্তা মানবিক পুলিশ হিসেবে খ্যাত বেওয়ারিশ সেবা ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা শওকত হোসেন পিপিএম বলেন,
দেশের সেবায় একসাথে কাজ করলে দেশ অনেক দূর এগিয়ে যাবে, সংকীর্ণতা নয় মানবিকতার পরিচয় দিতে হবে এ্যানেল ভাইয়ের মতো ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, এ.কে খান জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুহাম্মদ আলম, বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটি স্থায়ী কমিটির সদস্য হাফেজ ক্বারী মাওলানা আমান উল্লাহ দৌলত।
ক্রিয়েটিভ টেকনোলজি ইউনিভার্সিটির ডিরেক্টর তসলিম উদ্দিন, স্বপ্নযাত্রী ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা মোহাম্মদ কামাল উদ্দিন, চুয়েট কর্মকর্তা মোঃ রুবেল,
বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটির এক্সিকিউটিভ মেম্বার ওবায়দুল হক মণি, এম এ তৈয়ব, ইঞ্জিনিয়ার শাহনেওয়াজ শাকিল প্রমুখ।
অনুষ্ঠানের সংবর্ধিত অতিথি নাজিম উদ্দিন চৌধুরী এ্যানেল বলেন, অগণিত মানুষের ভালোবাসার এই ঋণ পরিশোধ করার মতো নয়, আমার ইউরোপ সফরকে কেন্দ্র করে বিভিন্ন ব্যক্তি, সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে যারা আমাকে শুভেচ্ছা জানিয়ে অভিষিক্ত করেছেন, তারা আমি ব্যক্তিকে নয় আমার কাজকেই ভালোবেসেছেন! জীবনের শেষ দিন পর্যন্ত মাটি ও মানুষের পাশে থাকার চেষ্টা করব ইনশাল্লাহ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, হাফেজ ক্বারি মোহাম্মদ শাহজাহান। অনুষ্ঠান শেষে দেশ ও দশের কল্যাণে মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফেজ মাওলানা মোঃ আলম।