রবিবার, ১৩ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ

রবিবার, ১৩ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ রবিবার, ১৩ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই মহর্‌রম ১৪৪৭ হিজরি

কর্ণফুলী উপজেলা পরিষদ নির্বাচন: আবারো চেয়ারম্যান হলেন ফারুক চৌধুরী

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা পরিষদের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যদিয়ে ২য় বারের মতো পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলেন আওয়ামী লীগ সমর্থিত (নৌকা) ফারুক চৌধুরী। তিনি ভোট পেয়েছেন ২১ হাজার ২০ ভোট এবং তার একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোহাম্মদ আলী (আনারস) ভোট পেয়েছেন ১৯ হাজার ৯৮৮ ভোট।

বুধবার (০২ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার ৪৫টি ভোটকেন্দ্রের প্রতিটি কেন্দ্রেই ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। মোটে এক লাখ ১৬ হাজার ৭৭২ জন ভোটার ছিল এবারের নির্বাচনে।

এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ফারজানা মমতাজ (ফুটবল)। তিনি ভোট পেয়েছে ৩৫ হাজার ১৮৪ ভোট। অন্যদিতে তার প্রতিদ্বন্দ্বী বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান বানাজা বেগম (হাঁস) দুই হাজার ৯০০ ভোট। মোমেনা আক্তার নয়ন (কলস) দুই হাজার ৫৩৫ ভোট এবং রানু আক্তার (বৈদ্যুতিক পাখা) ভোট পেয়েছেন ৩৯৫ ভোট। অন্যদিকে পুরুষ ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আমির আহমদ (চশমা) তিনি ভোট পেয়েছেন ১৮ হাজার২৩৪ ভোট। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা ভোট পেয়েছেন যথাক্রমে মোহাম্মদ মহিউদ্দিন মুরাদ (উড়োজাহাজ) ১৭ হাজার ১৩ ভোট অন্য প্রার্থী মোহাম্মদ আবদুল হালিম (তালা) ভোট পেয়েছেন পাঁচ হাজার ৭৯৫ ভোট।

উপজেলা নির্বাচনের ফলাফলের বিষয়টি রাতে গণমাধ্যমে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন অফিসার আবদুস শুক্কুর।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print