
হাটহাজারী প্রতিনিধি: চট্টগ্রামের হাটহাজারীতে ভুয়া নাম ও পদবী ব্যবহার করে চিকিৎসা দেওয়ায় এসএসসি পাশ এক ভুয়া ডাক্তারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযুক্ত আনোয়ার হোসেন ফটিকছড়ির সুয়াবিল এলাকার বাসিন্দা। বুধবার (২ নভেম্বর) উপজেলার বাস-স্টেশন এলাকায় এ অভিযান চালানো হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহিদুল আলম। তিনি বলেন, এসএসসি পাশ হলেও ডাক্তার পদবি ব্যবহার করে চিকিৎসা দিচ্ছিলেন আনোয়ার হোসেন। মিথ্যা বিজ্ঞাপন দিয়ে তিনি মূলত সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করেছেন। পরে তার চিকিৎসা পত্রের বিষয়টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মাহফুজুর রহমান খান যাচাই করে ভুয়া হিসেবে চিহ্নিত করেন। এজন্য তাকে ৫০ হাজার টাকা জরিমানা এবং ভুয়া পরিচয় দিতে নিষেধ করা হয়েছে।
জানা গেছে, অভিযুক্ত আনোয়ার হোসেন শান্তি ফার্মেসি খুলে ভুয়া পরিচয়ে বিভিন্ন রোগের চিকিৎসা দিয়ে আসছিলেন। তার সাইনবোর্ডে উল্লেখ করা হয়- বিনা অপারেশনে নাকের ভেতর পলিপ গোটা/মাংস বাড়া, ঘন ঘন হাঁছি, মাথাব্যথা হওয়া, মলদ্বারে/পায়খানার রাস্তায় পাইলস (গেজ), অর্শ ভগন্দর ও রক্তপড়া, পুঁজ পড়া, টিউমার মাত্র ১০-১৫ মিনিটের মধ্যে ইনজেকশন ও ওষুধ দ্বারা অল্প খরচে স্থায়ী চিকিৎসা করা হয়। বিজ্ঞাপনে তিনি নিজেকে মেডিসিন ও সার্জারি বিষয়ে ২০ বছরের অভিজ্ঞ বলে দাবি করেন।