
নিজস্ব প্রতিবেদক: নবম ধাপের নির্বাচনে স্থগিত হওয়া চট্টগ্রামের বাঁশখালীর চাম্বল ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মুজিবুল হক চৌধুরী।
বুধবার (১২ অক্টোবর) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইভিএমে নির্বাচন অনুষ্ঠিত হয়।
জানা গেছে, সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত বিভিন্ন কেন্দ্রে ভোটারদের লক্ষণীয় উপস্থিতি ছিল। তবে দুপুরের পর ভোটারদের সংখ্যা কমতে থাকে। এ সময় কোন বিশৃঙ্খলা হয়নি। পরে রাত ৮টায় ফলাফল ঘোষণা করা হয়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুজ্জামান চৌধুরী, ওসি কামাল উদ্দীন, রিটার্নিং অফিসার রকত চাকমা ও হারুন মোল্লা।
নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে ৯ হাজার ২৯২ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন মুজিবুল হক চৌধুরী। আনারস প্রতীক নিয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফজল কাদের চৌধুরী পেয়েছেন ৫ হাজার ৭১৬ ভোট।
এছাড়া সংরক্ষিত তিনটিসহ ৯ ওয়ার্ডে মেম্বার নির্বাচিত হয়েছেন- হিরা মনি, ফাতেমা বেগম, সুলতানা বেগম, শহীদুল্লাহ, মোক্তার আহমদ, ফজল কাদের, আহমদ কবির, নুরুল হোছাইন, জসিম উদ্দীন সিকদার, রহমত উল্লাহ, মো. ইয়াছিন চৌধুরী ও সোহেল ইকবাল আদর।
নির্বাচনে দায়িত্বরত বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান ও আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মুবিন সুমন বলেন, কোন প্রকার সংঘাত ছাড়াই শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। আমরা সার্বক্ষণিক পর্যবেক্ষণে ছিলাম। প্রতিটি ভোটকেন্দ্রে প্রশাসনের সহযোগিতায় ভোটাররা নির্বিঘ্নে ভোট প্রয়োগ করেছে।