Search

রবিবার, ৭ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

রবিবার, ৭ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ রবিবার, ৭ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই রবিউল আউয়াল ১৪৪৭ হিজরি

ঈদের ছুটিতে বাসা খালি করে না যাওয়ার পরামর্শ সিএমপি কমিশনারের

নিজস্ব প্রতিবেদক: ঈদের ছুটিতে কেউ যেন পুরো বাসা খালি করে না যান, সেই অনুরোধ জানিয়েছেন চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর। পাশাপাশি পরামর্শ দিয়েছেন, যেন বাসার সামনে ও পেছনে পর্যাপ্ত আলো ও ক্যামেরা বসানো হয়।মঙ্গলবার (১৯ এপ্রিল) বিকেলে নগরীর দামপাড়ায় নগর পুলিশের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সালেহ মোহাম্মদ তানভীর এই আহ্বান জানান।

পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর বলেন, ‘পুরো বাসা, একেবারে পুরো বিল্ডিং খালি করে যেন কেউ চলে না যায়, সেই অনুরোধ আমাদের থাকবে। কেউ না কেউ যেন বাসায় থাকেন। একটি বাসা খালি রেখে ৯ দিন কেউ থাকবেন না, এটা তো অ্যালার্মিং। আমাদের পরামর্শ হচ্ছে, বাসার সামনে-পেছনে পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখা এবং ক্যামেরা বসানো। যিনি শহরে একটি বাড়ির মালিক, তিনি দুটি ক্যামেরা কিনে লাগাতে পারবেন না, এটা আমরা বিশ্বাস করি না। ক্যামেরা লাগালে আমাদের জন্য সুবিধা হবে, কেউ অপরাধ করলেও আমরা শনাক্ত করে ব্যবস্থা নিতে পারব।’

আসন্ন ঈদের বন্ধে খালি বাসায় মূল্যবান জিনিসপত্র না রেখে আত্মীয়স্বজন কিংবা বিশ্বস্ত কারও কাছে রাখার জন্য নগরবাসীকে পরামর্শ দিয়েছেন এই পুলিশ কর্মকর্তা ।

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নগর পুলিশের অতিরিক্ত কমিশনার শামসুল আলম, শ্যামল কুমার নাথ, সানা শামীমুর রহমান, উপ পুলিশ কমিশনার জসিম উদ্দিন, আলী হোসেন প্রমুখ।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print