
মহান ২১শে ফেব্রুয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস – ২০২২ উপলক্ষে চট্টগ্রাম মহানগর ছিন্নমূল সমন্বয় সংগ্রাম পরিষদের অন্তর্ভুক্ত বাস্তুহারা বস্তিবাসী শ্রমজীবী সমবায় সমিতি লিঃ এর উদ্যোগে আলোচনা সভা ২১শে ফেব্রুয়ারী বিকাল ৩ টায় নগরীর কোতোয়ালী থানাধীন দোস্ত বিল্ডিং চত্ত্বরে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ছিন্নমূল সমন্বয় সংগ্রাম পরিষদের অন্তর্ভুক্ত বাস্তুহারা বস্তিবাসী শ্রমজীবী সমবায় সমিতি লিঃ এর সাধারণ সম্পাদক বাবু স্বপন বিশ্বাসের সঞ্চালনায় এবং ছিন্নমূল সমন্বয় সংগ্রাম পরিষদের চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি আবু আহমদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আ.জ.ম নাছির উদ্দীন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, শেখ হাসিনার সরকার সবসময় মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করে। এই সরকার টানা ক্ষমতায় থাকার কারণে দারিদ্রতার হার অনেক কমে গেছে। প্রধান প্রধানমন্ত্রী ষাটোর্ধ্ব মানুষের জন্য বিশেষ পেনশন স্কীম চালু করার নির্দেশ প্রদান করেছেন। তাই ২০২৩ সালের নির্বাচনে এই সরকারকে পুনরায় নির্বাচিত করে উন্নয়নের ধারাবাহিকতা অব্যহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।চট্টগ্রামের ছিন্নমূল বস্তিবাসীদের জন্য ফ্ল্যাট প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রী অবগত আছেন। সংগঠনের নেতৃবৃন্দের দূর্বলতার কারণে এই প্রকল্প বাস্তবায়নে বিলম্ব হয়েছে। এই সংগঠনের সূচনালগ্ন থেকেই আমি বিভিন্নভাবে সহযোগিতা করে আসছি, আগামীতেও সহযোগীতা অব্যহত থাকবে। তিনি আরো বলেন, পূনর্বাসন প্রকল্প বাস্তবায়নে নেতৃবৃন্দকে সততার সাথে কাজ করতে হবে। সততার দিকে হাবিবুর রহমান অনেক এগিয়ে, তাই এখন প্রকল্প বাস্তবায়নে আর তেমন বাধা নেই। যেহেতু গণপূর্ত মন্ত্রণালয়ও আমাকে আশ্বস্থ করেছেন।

আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন, জাতীয় শ্রমিকলীগ চট্টগ্রাম মহানগর শাখার ভারপ্রাপ্ত সভাপতি ও ছিন্নমূল সমন্বয় সংগ্রাম পরিষদের অন্তর্ভুক্ত বাস্তুহারা বস্তিবাসী শ্রমজীবী সমবায় সমিতি লিঃ এর সভাপতি হাবিবুর রহমান হাবীব। প্রধান বক্তা তাঁর বক্তব্যে বলেন, মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী দেশের বিভিন্ন অঞ্চলের বস্তিবাসী ও নিন্ম আয়ের মানুষকে বাসস্থানের ব্যবস্থা করেছেন। চট্টগ্রাম মহানগরে এই প্রকল্পের আওতায় ১০ হাজার মানুষকে ফ্ল্যাট বরাদ্দের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে ২৭০০ ফ্ল্যাট বাকলিয়া বাস্তুহারা এলাকায় এবং বাকীগুলো রেলের জায়গায় নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের হস্তক্ষেপে এই প্রকল্প দ্রুত বাস্তবায়ন হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য গবেষক ও ছিন্নমূল সমন্বয় সংগ্রাম পরিষদের অন্তর্ভুক্ত বাস্তুহারা বস্তিবাসী শ্রমজীবী সমবায় সমিতি লিঃ এর উপদেষ্টা ডিকে দাশ মামুন, বাকলিয়া বাস্তুহারা সমবায় সমিতির সাবেক সভাপতি মো: জসীম উদ্দিন, পৌর জহুর মার্কেট দর্জি শ্রমিকলীগের সভাপতি কাঞ্চন দাশ, জাতীয় শ্রমিকলীগ চট্টগ্রাম মহানগর শাখার সহ-সভাপতি কামাল উদ্দীন, বাংলাদেশ অটোটেম্পু- অটোরিকশা শ্রমিকলীগ চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খোকন, বাংলাদেশ অটোটেম্পু- অটোরিকশা শ্রমিকলীগ চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি ওসমান গণি, শ্রমিকলীগ কোতোয়ালি থানা শাখার সাধারণ সম্পাদক আক্তার হোসেন, রৌফাবাদ ইউনিট আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন লিটন, পৌর জহুর মার্কেট দোকান কর্মচারী সমিতির সিনিয়র সহ সভাপতি আশীষ কুমার চৌধুরী, চট্টগ্রাম উন্নয়ন কতৃপক্ষ কর্মচারীলীগের সহ- সভাপতি গোলাম আকবর, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন ঠিকাদার শ্রমিক ইউনিয়নের সভাপতি প্রশান্ত কুমার বড়ুয়া, বাংলাদেশ নির্মাণ শ্রমিকলীগ চট্টগ্রাম জেলার সভাপতি জাবেদুল আলম, বায়েজিদ থানা শ্রমিকলীগের সভাপতি কামাল উদ্দীন, চট্টগ্রাম মহানগর সড়ক পরিবহন শ্রমিকলীগের সাধারণ সম্পাদক কলিম শেখ, বাকলিয়া থানা শ্রমিকলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ, চান্দগাঁও থানা শ্রমিকলীগের সভাপতি রুহুল আমীন, চট্টগ্রাম মহানগর ছিন্নমূল সমন্বয় সংগ্রাম পরিষদের এড.শফিকুল কবির বিজন, বজল আহমদ, তাহেরা বেগম, ডলি রানী শীল, জাকেয়া বেগম, কাবুন্নেছা, কোহিনূর আক্তার, রোকেয়া বেগম, আয়েশা খাতুন, কাট্টলী ইউসুফ, ইউসুফ মোল্লা, যীশু এবং মাস্টার অসীম প্রমুখ।