রবিবার, ১৩ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ

রবিবার, ১৩ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ রবিবার, ১৩ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই মহর্‌রম ১৪৪৭ হিজরি

নাটোরের বাগাতিপাড়া পৌরসভায় ১৬ বছর পর নির্বাচন, মেয়র হলেন বিএনপির বহিষ্কৃত নেতা লেলিন

প্রভাতী ডেস্ক : নাটোরের বাগাতিপাড়া পৌরসভায় দীর্ঘ ১৬ বছর পর রোববার (১৬ জানুয়ারী) ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে জগ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সদ্য বহিষ্কৃত (থানা বিএনপির যুগ্ম আহবায়ক) শরিফুল ইসলাম লেলিন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

প্রাথমিকভাবে প্রাপ্ত ফলাফলে শরিফুল ইসলাম লেলিন পেয়েছেন ২ হাজার ২৮৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী ময়মুর সুলতান নারিকেল গাছ প্রতীকে পেয়েছেন ২ হাজার ১৮৮ ভোট। তৃতীয় অবস্থানে রয়েছেন আওয়ামী লীগের দলীয় প্রার্থী নৌকা প্রতীকের উপাধ্যক্ষ শাহিদা খাতুন। তিনি পেয়েছেন ১ হাজার ৬৩৬ ভোট। এখানে মোট ভোটার সংখ্যা ৮ হাজার ৫৮৫।

রিটার্নিং কর্মকর্তা আহমেদ আলী প্রাথমিকভাবে প্রাপ্ত এ তথ্যটি নিশ্চিত করেছেন।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print