Search

বৃহস্পতিবার, ১৮ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

বৃহস্পতিবার, ১৮ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার, ১৮ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে রবিউল আউয়াল ১৪৪৭ হিজরি

উৎসবমুখর পরিবেশে রেলওয়ে এমপ্লয়িজ হাউজিং সোসাইটির নির্বাচন: সভাপতি বোরহান, সম্পাদক সিরাজুল

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে উচ্ছ্বাসমুখর পরিবেশে বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলে এমপ্লয়িজ কো-অপারেটিভ হাউজিং সোসাইটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে জয়লাভ করেছেন বোরহান-সিরাজ প্যানেল। অন্যদিকে মোজাম্মেল-লোকমান প্যানেলের লোকমান হোসেন সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।

বুধবার (১২ জানুয়ারি) সকাল থেকে রেল পূর্বাঞ্চল সিআরবি ভবনে নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়। সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মিন্টু বড়ুয়া।

নির্বাচনে সভাপতি পদে মো. বোরহান উদ্দিন (চিফ মেকানিকাল অফিসার, রেলওয়ে পূর্ব) সভাপতি পদে ২৯৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন, এএম সালাউদ্দীন (সিওপিএস, রেলওয়ে পূর্ব)। তিনি পেয়েছেন ১০৭ ভোট। মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক পেয়েছেন ৭২ ভোট।

সাধারন সম্পাদক হিসেবে সিরাজুল ইসলাম (রেল শ্রমিক লীগ লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক) ৩৭৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক হিসেবে মো. শামীম শাহরিয়ার পেয়েছেন ৯৪ ভোট।

সহ-সভাপতি পদে ২৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন লোকমান হোসেন (কেন্দ্রীয় রেল শ্রমিক লীগের কার্যকরী সভাপতি)।

পরিচালক পদে নির্বাচিত হয়েছেন যথাক্রমে মো. জাফর আলম, গাজী তাহের উদ্দিন, আমির হোসেন, গাজী মো. জাকারিয়া, মো. সেলিম, মো. ইউসুফ, চৌধুরী শরাফত করিম, মো. মনিরুজ্জামান ও মো. হাবিবুর রহমান ভূইয়া।

নির্বাচনে ২২জন প্রার্থী অংশ নেন। সভাপতি পদে ৩জন, সহ-সভাপতি পদে ৩জন, সাধারন সম্পাদক পদে ২জন এবং পরিচালক পদে ১৪জন। মোট ৬৭৮জন
ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন ।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print