শনিবার, ৫ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ

শনিবার, ৫ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ শনিবার, ৫ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৯ই মহর্‌রম ১৪৪৭ হিজরি

বিএনপি রাষ্ট্রপতির সংলাপে অংশ না নিলে কোনো কিছু থেমে থাকবে না : কাদের

প্রভাতী ডেস্ক: বিএনপি রাষ্ট্রপতির সংলাপে অংশ না নিলে কোনো কিছু থেমে থাকবে না বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি ছাড়াও এদেশে আরও রাজনৈতিক দল আছে, এ কথা সম্ভবত তারা ভুলে গেছেন।

সম্প্রতি রাষ্ট্রপতির সংলাপে অংশ না নেওয়ার বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের পরিপ্রেক্ষিতে এই কথা বলেন ওবায়দুল কাদের।

শনিবার (৮ জানুয়ারি) এক বিবৃতিতে তিনি বলেন, বিএনপির কাজ হলো সরকার এবং দেশের কল্যাণকর যে কোনো প্রয়াস ও অর্জনকে বিতর্কিত করা। সবকিছু নিয়ে বিতর্ক করতে গিয়ে আজ জনগণের কাছে তারাই বিতর্কিত। অপরিণামদর্শী রাজনীতির কারণে আজ তারা গভীর খাদের প্রান্তে। তাদের হাঁকডাক নিজেদের ব্যর্থতা আড়াল করা এবং নেতাকর্মীদের মনোবল ধরে রাখার ব্যর্থ প্রয়াস ছাড়া আর কিছুই নয়।

বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের দাবির প্রসঙ্গ তুলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, মির্জা ফখরুল সাহেব নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে নির্বাচন দাবি করেছেন। ফখরুল সাহেবকে বলতে চাই, শেখ হাসিনা সরকারের কাছে নির্বাচন দাবি করার প্রয়োজন নেই। দেশে যথাসময়ে সরকারের মেয়াদ শেষে সাংবিধানিক নিয়ম অনুযায়ী জাতীয় নির্বাচন হবে। এ নিয়ে নূন্যতম সংশয়ের অবকাশ নেই।

বিবৃতিতে তিনি আরো বলেন, বিএনপি নেত্রী এক সময় বলেছিলেন, শিশু ও পাগল ছাড়া নিরপেক্ষ কেউ নেই। আমরা বলতে চাই, তত্ত্বাবধায়ক সরকার ইস্যু এখন অতীত। দেশের উচ্চ আদালত কর্তৃক মীমাংসিত বিষয়। এনিয়ে মাঠ গরম করে কোনো লাভ নেই।

এসময় ওবায়দুল কাদের বিএনপিকে নির্বাচনের প্রস্তুতি নেওয়ারও আহ্বান জানান।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print