
৩০ জুলাই (শুক্রবার) বাদ আছর হযরত শাহ সুফি আমানত খাঁন (র:) এর দরগাহস্থ মসজিদে সাবেক মন্ত্রী, বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমানের সহধর্মিণী সুদূর দুবাইতে চিকিৎসারত অধ্যাপিকা তাসনিম আরা নোমান এবং চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেনের মাতা করোনা আক্রান্ত রত্নগর্ভা বেগম সায়েস্তা খানম এর আশু রোগমুক্তি কামনায় এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক নেতৃবৃন্দের উদ্যোগে এবং নগর বিএনপি নেতা আবদুল হালিম স্বপন, আলমগীর নূর, আলী ইউসুফ মোহাম্মদ সেলিম, আরিফ মেহেদীর ব্যবস্থাপনা ও সহযোগীতায় উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রখ্যাত শ্রমিক নেতা বিএনপির কেন্দ্রীয় কমিটির শ্রম বিষয়ক সম্পাদক এম. নাজিম উদ্দিন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নগর বিএনপির সাবেক সদস্য ইউসুফ সিকদার,ডবলমুরিং থানা বিএনপি নেতা আবদুল হাকিম, চান্দগাঁও থানা বিএনপি নেতা আলহাজ্ব মোহাম্মদ ইকবাল হোসেন, নগর যুবদলের সহ-সভাপতি মোহাম্মদ ইলিয়াস, পূর্ব বাকলিয়া ওয়ার্ড বিএনপি নেতা মোহাম্মদ জাহাঙ্গীর, মোহাম্মদ ইউসুফ, চট্টগ্রাম সিটি কর্পোরেশন জাতীয়তাবাদী ইউনিয়ন ( রেজিঃ নং চট্ট-২১) এর সভাপতি মোহাম্মদ আতিকুর রহমান, মনিরুজ্জামান টিটু, মোস্তাক আহমদ কাঞ্চন (জাগপা), মনিরুজ্জামান মুরাদ, রমজান আলী মুরাদ, এস.এম. জামাল উদ্দিন, বিএনপি নেতা জাকির হোসেন, মোহাম্মদ আনু মিয়া, খুলশি থানা যুবদল নেতা মোহাম্মদ জাহিদ, খুলশি থানা স্বেচ্ছাসেবক দলের নেতা মোঃ রুবেল মিয়া, ১৪ নং ওয়ার্ড যুবদল নেতা কবির হোসেন, মোহাম্মদ সুমন এবং মোঃ বাদশা প্রমুখ। বিজ্ঞপ্তি