রবিবার, ১৩ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ

রবিবার, ১৩ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ রবিবার, ১৩ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই মহর্‌রম ১৪৪৭ হিজরি

ভারী বর্ষণে পানির নিচে চট্টগ্রামের গুরুত্বপূর্ণ এলাকা

নিজস্ব প্রতিবেদক : টানা বৃষ্টি ও জোয়ারের পানিতে আবারো তলিয়ে গেছে চট্টগ্রামের আগ্রাবাদ, সিডিএ, হালিশহরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা। টানা দু’দিন ধরে জলমগ্ন নগরীতে চরম দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা।

বৃহস্পতিবার (২৯ জুলাই) চট্টগ্রাম পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ উজ্জ্বল কান্তি পাল ঢাকা পোস্টকে বলেন, বিকেল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১৪০ দশমিক ২ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।  আজকে সারাদিন ও আগামীকাল চট্টগ্রামে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে।

এদিকে জোয়ার ও বৃষ্টির পানিতে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টা থেকে চট্টগ্রামের আগ্রাবাদ, সিডিএ, হালিশহর, নয়াবাজার, চাক্তািই, রিয়াজউদ্দীন বাজার, চকবাজার, বহদ্দারহাট, চান্দগাঁও, মুরাদপুর, বাকলিয়া, পাঁচলাইশসহ বেশ কিছু এলাকা পানিতে তলিয়ে যায়। এতে জরুরি প্রয়োজনে যারা ঘরে থেকে বের হয়েছিলেন তাদের চরম ভোগান্তিতে পড়তে হয়েছে। রিকশায় অতিরিক্ত ভাড়া দিয়ে অথবা কোমর সমান পানি ভেঙে ফিরতে হয়েছে বাড়িতে।

অন্যদিকে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে চট্টগ্রামের মা ও শিশু হাসপাতাল এলাকা। বুধবার বিকেলে থেকে রাত ৮টা পর্যন্ত হাঁটু সমান পানি ছিল হাসপাতালটির নিচতলায়। ফলে হাসপাতালে আসা রোগীরা পড়েন চরম দুর্ভোগে। আজকেও বিকেল থেকে জোয়ার ও বৃষ্টির পানি ঢুকছে মা ও শিশু হাসপাতালে।

মা ও শিশু হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ মো. মোরশেদ বলেন, বৃষ্টি ও জোয়ার হলে হাসপাতালের নিচতলায় পানি উঠবে, এটি আমাদের নিয়তি। তবে আমরা বৃষ্টির শুরুর পর পানি আসার আগেই নিচতলায় জরুরি বিভাগ, শিশু বিভাগসহ যেসব সেবা ছিল সেগুলো উপরে সরিয়ে নিয়েছি। বৃষ্টি ও জোয়ারের পানিতে হাসপাতালের চিকিৎসক, রোগীসহ সবাইকে দুর্ভোগে পড়তে হয়।

তিনি আরো বলেন, সরকার একটি প্রকল্প নিয়েছে জলাবদ্ধতা নিরসনে। আশা করছি, এটি বাস্তবায়ন হলে আমাদের দুর্ভোগ শেষ হবে। চিকিৎসা সেবা যাতে ব্যাহত না হয় সেজন্য সর্বোচ্চ চেষ্টা করছি আমরা।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print