
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার একটি পশুরহাটে মহিষের আক্রমণে মো. কামরুল ইসলাম ইহাম (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে।
শুক্রবার (১৬ জুলাই) বিকেল ৩টার দিকে উপজেলার নুরুল উল্লাহ মুন্সির হাটে ওই কিশোর মহিষের আক্রমণের শিকার হয়। এরপর চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়ার পথে বিকেল ৪টার দিকে তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বোয়ালখালী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রতন কুমার মল্লিক।
তিনি বলেন, থানার নুরুল উল্লাহ মুন্সির হাটে এক কিশোর মহিষের আক্রমণের শিকার হয়। প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে থেকে চমেক হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল করিম সারাবাংলাকে জানান, মুন্সীরহাটে গরু দেখতে গিয়ে আকস্মিক মহিষের আঘাতে গুরুতর আহত হয় কিশোর কামরুল। প্রথমে তাকে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে কামরুল মারা যায়। ঘটনাস্থলে গিয়ে মহিষের বেপারিকে পাওয়া যায়নি।