Search

রবিবার, ৭ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

রবিবার, ৭ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ রবিবার, ৭ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই রবিউল আউয়াল ১৪৪৭ হিজরি

বঙ্গোপসাগরের ডুবন্ত জাহাজ থেকে ১২ নাবিককে উদ্ধার করল বিমান বাহিনী

প্রভাতী ডেস্ক : ঘূর্ণিঝড় ইয়াসের কবলে পড়া বঙ্গোপসাগরে ডুবন্ত একটি জাহাজের ১২ জন নাবিককে দুটি হেলিকপ্টারের সাহায্যে উদ্ধার করেছে বিমান বাহিনী। জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে তাদেরকে উদ্ধার করা হয়।

বুধবার (২৬ মে) দিবাগত রাতে ৯৯৯-এর পরিদর্শক আনোয়ার সাত্তার সংবাদ মাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, ৯৯৯ নম্বরে করিম নামে পাথরবাহী একটি লাইটার জাহাজের ক্রু বঙ্গোপসাগরের ভাসানচরের নিকটবর্তী এলাকা থেকে ফোন করে জানান, তারা ১২ জন ক্রু উত্তাল সাগরে ঘূর্ণিঝড় ইয়াসের কবলে পড়েছেন। তাদের জাহাজটি বিকল হয়ে পড়েছে এবং স্রোতের তোড়ে একপাশে কাত হয়ে ডুবতে শুরু করেছে।

আনোয়ার সাত্তার বলেন, তাৎক্ষণিকভাবে বিষয়টি কোস্ট গার্ড নিয়ন্ত্রণ কক্ষ, নৌবাহিনী নিয়ন্ত্রণ কক্ষ, নোয়াখালী জেলা পুলিশ নিয়ন্ত্রণ কক্ষ ও বিমান বাহিনী নিয়ন্ত্রণ কক্ষে জানিয়ে উদ্ধারের ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়। খবর পেয়ে বুধবার বেলা সোয়া ১২টায় দুটি রেস্কিউ হেলিকপ্টার চট্টগ্রাম জহুরুল হক বিমান বাহিনী ঘাঁটি থেকে রওনা দেয় এবং দুপুর দেড়টায় ডুবন্ত জাহাজটিকে খুঁজে পায়। এরপর বিকেল পৌনে পাঁচটায় নাবিকদের উদ্ধার করে জহুরুল হক বিমান বাহিনী ঘাঁটিতে নিয়ে আসা হয়।

তিনি আরো বলেন, ডুবন্ত লাইটার জাহাজের নাবিকদের বাংলাদেশ বিমান বাহিনীর দুটি এডব্লিউ-১৩৯ সার্চ অ্যান্ড রেসকিউ হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার করা হয়। উদ্ধার ১২ জন নাবিককে চট্টগ্রাম জহুরুল হক বিমান বাহিনী ঘাঁটিতে নিয়ে আসার পর সেখানে তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print