
নিয়মিত আদালত চালুর দাবীতে সাধারণ আইনজীবী পরিষদ, চট্টগ্রাম শাখার উদ্যোগে ৬ই মে সকাল ১১:৩০টায় চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি ভবন কোর্টহীল সোনালী ব্যাংক চত্ত্বরে সাধারন আইনজীবী পরিষদ চট্টগ্রামের আহ্বায়ক সাবেক মহানগর পিপি সিনিয়র আইনজীবী এডভোকেট আব্দুস সাত্তারের সভাপতিত্বে এবং সাধারন আইনজীবী পরিষদের সদস্য সচিব এডভোকেট মোঃ শামশুল আলমের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি সংগঠনের সম্মানিত উপদেষ্টা সিনিয়র আইনজীবী এডভোকেট মোহাম্মদ এনামুল হক, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও আইনজীবী ফোরামের সভাপতি এডভোকেট এ.এস.এম বদরুল আনোয়ার, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সংগঠনের সম্মানিত উপদেষ্টা সিনিয়র আইনজীবী এডভোকেট কপিল উদ্দীন চৌধুরী, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট নাজিম উদ্দিন চৌধুরী, সংগঠনের যুগ্ম- আহ্বায়ক সিনিয়র আইনজীবী এডভোকেট শাহাদাত হোসেন, যুগ্ম-আহ্বায়ক সিনিয়র আইনজীবী হায়দার মোঃ সোলায়মান, যুগ্ম-আহ্বায়ক সিনিয়র আইনজীবী এডভোকেট মোহাম্মদ জহুরুল আলম, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সহ-সভাপতি সংগঠনের সম্মানিত উপদেষ্টা সিনিয়র আইনজীবী এডভোকেট আবুল কালাম আজাদ, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সহ-সভাপতি এডভোকেট আফাজুর রহমান, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সহ-সভাপতি সিনিয়র আইনজীবী এডভোকেট আজিজুল হক, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সিনিয়র সহ-সভাপতি সিনিয়র আইনজীবী এডভোকেট সেকেন্দার বাদশা, সম্মানিত উপদেষ্টা সিনিয়র আইনজীবী এডভোকেট তারিক আহম্মদ, সংগঠনের সম্মানিত উপদেষ্টা সিনিয়র আইনজীবী এডভোকেট আবুল হাসান শাহাবুদ্দীন, সম্মানিত উপদেষ্টা সিনিয়র আইনজীবী এডভোকেট আ.জ.ম ফজলুল হক বাবুল, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সিনিয়র সহ-সভাপতি সিনিয়র আইনজীবী এডভোকেট সৈয়দ আনোয়ার হোসেন, সিনিয়র আইনজীবী এডভোকেট ফৌজুল আমিন, সমন্বয়কারী এডভোকেট হাসান আলী চৌধুরী, সমন্বয়কারী এডভোকেট কাশেম কামাল, সমন্বয়কারী এডভোকেট মোঃ কবির হোসাইন, এডভোকেট আবু তাহের, সম্মানিত সদস্য এডভোকেট ইফতেখার হোসেন চৌধুরী মহসিন, সমন্বয়কারী এডভোকেট এম.আনোয়ার হোসেন, সম্মানিত সদস্য যথাক্রমে এডভোকেট ইসকান্দার সোহেল, এডভোকেট আবুল ফজল তালুকদার, এডভোকেট কাজী হাসান, এডভোকেট স.ম জসিম, এডভোকেট এস,এম ইকবাল চৌধুরী, এডভোকেট আফসার উদ্দিন হেলাল, এডভোকেট শহিদুল হক রিটন, এডভোকেট নাসির উদ্দীন, এডভোকেট ওমর ফারুক শিবলী, এডভোকেট আবু নাসের বিন হাশেম, এডভোকেট তৌহিদ হোসেন সিকদার, এডভোকেট মোহাম্মদ ইউনুছ, এডভোকেট মো. নজরুল ইসলাম, এডভোকেট মো. আলমগীর, এডভোকেট অলি আহমদ, এডভোকেট আবদুল জব্বার, এডভোকেট খায়রুদ্দীন মাহমুদ চৌধুরী, এডভোকেট মাহমুদুল আলম চৌধুরী মারুফ, এডভোকেট নাজমুল হোসেন, এডভোকেট মো. নুর কামাল, এডভোকেট নাজমুল সিদ্দিকী, এডভোকেট তৌফিক হোসেন, এডভোকেট জাহেদ হোসেন, এডভোকেট নুরুল আলম, এডভোকেট আকবর আজিজ, এডভোকেট শওকত হোসেন, এডভোকেট মিনহাজ উদ্দিন, এডভোকেট আরিফ হোসেন, এডভোকেট রবিউল হোসেন নয়ন ও অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন- সরকার ভার্চূয়াল কোর্ট চালু রেখে নাগরিকদের আইনের আশ্রয় লাভের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করে সাংবিধানিক অধিকার হরণ করেছে। বিচার প্রার্থী জনগণকে সরকার ন্যায় বিচার থেকে বঞ্চিত করেছে। বক্তরা ভার্চূয়াল কোর্ট বাতিল করে অবিলম্বে নিয়মিত কোর্ট চালু করার জন্য প্রধান বিচারপতি ও আইনমন্ত্রীর নিকট জোর দাবী জানান। অন্যথায় রাজপথে কঠোর আন্দোলনের হুশিয়ারী উচ্চারণ করেন।