বুধবার, ২রা জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ

বুধবার, ২রা জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ বুধবার, ২রা জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই মহর্‌রম ১৪৪৭ হিজরি

কক্সবাজারের মাতারবাড়ীতে সম্পত্তির জেরে বৃদ্ধ খুন

আশেক এলাহী,কক্সবাজার: মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের উত্তর রাজঘাটের ওয়াপদা পাড়ায় সম্পত্তির সীমানাকে কেন্দ্র করে লাথি মেরে বৃদ্ধকে খুন করেছে প্রতিপক্ষের ইয়াছিন।

অনুসন্ধানে জানা যায়, ৩১শে অক্টোবর বুধবার দুপুর ২টায় মাতারবাড়ী ওয়াপদা পাড়া নিবাসী মুহাম্মদ ছবি প্রকাশ হাদুরা (৭০) নামের লোকটি নিজ জায়গায় সীমানায় খুঁটি লাগাতে গেলে পাশের জমির মালিক আনজু মিয়া(৬৫) দলবল নিয়ে বৃদ্ধ মুহাম্মদ ছবির উপর হামলা করে। হামলার এক পর্যায়ে আনজু মিয়ার নাতি ইয়াছিন(১৬)বৃদ্ধের গায়ে লাথি মেরে তাকে মাটিতে ফেলে দিলে তৎক্ষণাৎ বৃদ্ধ মুহাম্মদ ছবির মৃত্যু হয়। নিহত বৃদ্ধের স্বজনের শোরগোল ও কান্নার আওয়াজ শুনে প্রতিবেশী লোকজন এগিয়ে আসলে খুনিরা দৌড়ে নিজের ঘরে ঢুকে যায়। খুনিরা যাতে পালিয়ে যেতে না পারে সেই জন্য এলাকাবাসী বাড়ীর চারিদিকে ঘিরে ফেলে এবং স্থানীয় পুলিশকে খবর দেয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে আনজু মিয়া তার স্ত্রী নুর নাহার(৫৯) ও তার দুই নাতী ইয়াছিন ও তৌহিদ(১৪)কে গ্রেপ্তার করে।
বৃদ্ধার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
নিহতের স্বজন এবং এলাকাবাসী খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print