Search

শুক্রবার, ১লা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

শুক্রবার, ১লা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ শুক্রবার, ১লা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই সফর ১৪৪৭ হিজরি

চট্টগ্রামে নিয়মিত আদালত চালুর দাবীতে- সাধারণ আইনজীবী পরিষদের প্রতিবাদ সমাবেশ

সমাবেশে বক্তব্য রাখছেন চট্টগ্রাম বার সমিতির সভাপতি ও সংগঠনের সম্মানিত উপদেষ্টা এডভোকেট মো: এনামুল হক

নিয়মিত আদালত চালুর দাবীতে সাধারণ আইনজীবী  পরিষদ চট্টগ্রাম শাখার উদ্যােগে ২৯ এপ্রিল বেলা ১২ টায় সিএমএম আদালত চত্ত্বরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সাধারন আইনজীবী পরিষদের সদস্য সচিব এডভোকেট মো: শামশুল আলম এবং সংগঠনের সমন্বয়কারী এডভোকেট এম আনোয়ার হোসেনের যৌথ সঞ্চালনায় সভাপতিত্ব করেন সাধারন আইনজীবী পরিষদ চট্টগ্রাম শাখার আহ্বায়ক ও সাবেক মহানগর পিপি সিনিয়র আইনজীবী এডভোকেট আব্দুস সাত্তার।

সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম বার সমিতির সভাপতি ও সংগঠনের সম্মানিত উপদেষ্টা সিনিয়র আইনজীবী এডভোকেট মোহাম্মদ এনামুল হক, চট্টগ্রাম বার সমিতির সাবেক সভাপতি ও সংগঠনের সম্মানিত উপদেষ্টা সিনিয়র আইনজীবী এডভোকেট কপিল উদ্দীন চৌধুরী, সংগঠনের যুগ্ন- আহ্বায়ক সিনিয়র আইনজীবী এডভোকেট শাহাদাত হোসেন, যুগ্ন-আহ্বায়ক সিনিয়র আইনজীবী হায়দার মো: সোলায়মান, যুগ্ন-আহবায়ক সিনিয়র আইনজীবী এডভোকেট মোহাম্মদ জহুরুল আলম, সম্মানিত উপদেষ্টা সিনিয়র আইনজীবী এডভোকেট এস,ইউ,এম নুরুল ইসলাম, চট্টগ্রাম বার সমিতির সাবেক সিনিয়র সহ-সভাপতি সিনিয়র আইনজীবী এডভোকেট সেকান্দার বাদশা, সম্মানিত উপদেষ্টা সিনিয়র আইনজীবী এডভোকেট আ,জ,ম ফজলুল হক বাবুল, সম্মানিত উপদেষ্টা সিনিয়র আইনজীবী এডভোকেট আব্দুল কাদের, সম্মানিত উপদেষ্টা সিনিয়র আইনজীবী এডভোকেট আবুল হাসান শাহাবুদ্দীন, সিনিয়র আইনজীবী এডভোকেট ফৌজুল আমিন, সংগঠনের সমন্বয়কারী এডভোকেট কাশেম কামাল, সমন্বয়কারী এডভোকেট হাসান আলী চৌধুরী, সমন্বয়কারী এডভোকেট মো: কবির হোসাইন, সম্মানিত সদস্য-যথাক্রমে এডভোকেট ইফতেখার হোসেন চৌধুরী মহসিন, এডভোকেট আবুল ফজল তালুকদার, এডভোকেট সেলিম উদ্দীন শাহিন, এডভোকেট হাসান চৌধুরী, এডভোকেট তাজুল ইসলাম, এডভোকেট মো: জসিম উদ্দীন, এডভোকেট ফিরোজ আলম, এডভোকেট এস,এম ইকবাল চৌধুরী, এডভোকেট জাহিদ হোসেন, এডভোকেট এম, দেলোয়ার হোসেন, এডভোকেট কাজী হাসান, এডভোকেট নাজিম উদ্দীন, সমন্বয়কারী এডভোকেট এম. লোকমান শাহ, এডভোকেট শহিদুল হক রিটন, এডভোকেট অলি আহম্মদ, এডভোকেট আবু নাসের বিন হাশেম, এডভোকেট আকবর আজিজ, এডভোকেট শেখ তাপশী তহুরাসহ নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন – সরকার নাগরিকদের আইনের আশ্রয় লাভের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করে সাংবিধানিক অধিকার হরণ করেছে। ভার্চূয়াল কোর্ট বাতিল করে অবিলম্বে নিয়মিত কোর্ট চালু করার জন্য প্রধান বিচারপতি ও আইনমন্ত্রীর নিকট জোর দাবী জানান বক্তারা। অন্যথায় রাজপথে কঠোর আন্দোলনের হুশিয়ারী উচ্চারন করেন। -প্রেস বিজ্ঞপ্তি

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print