Search

শুক্রবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

শুক্রবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ শুক্রবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে রবিউল আউয়াল ১৪৪৭ হিজরি

হাটহাজারীতে মোদী বিরোধী বিক্ষোভ : পুলিশের গুলিতে ৩ হেফাজত কর্মী নিহত

নিজস্ব প্রতিবেদক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরকে কেন্দ্র করে হাটহাজরীতে হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিলে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ ৩জন হেফাজতকর্মী মারা গেছেন।

শুক্রবার (২৬শে মার্চ) দুপুর সাড়ে ৩টায় বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শিলব্রত বড়ুয়া। শিলব্রত বড়ুয়া বলেন, হাটহাজারী থেকে গুলিবিদ্ধ ৩ জনকে চমেক হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। তাদের পরিচয় জানা যায়নি। আহত হয়েছে প্রায় অর্ধশতাধিক।

এর আগে জুমার নামাজের পরপরই স্বাধীনতার সুবর্নজয়ন্তীতে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনের বিরোধীতা করে বিক্ষোভ করে হেফাজতের নেতারা। এতে হাটাহাজারীতে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে তারা।

জানা যায়, সংঘর্ষের জেরে হেফাজতের নেতা-কর্মীরা হাটহাজারী থানায় ব্যাপক ভাঙচুর চালিয়েছে। ওই এলাকা পুরো রণক্ষেত্রে পরিণত হয়েছে। হেফাজতের বিক্ষুব্ধ কর্মীরা চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়ক অবরোধ করে রাখছে। পরিস্থিতি মোবকবেলায় বিপুল সংখ্যক পুলিশ থানার সামনে অবস্থান করছে।

সংঘর্ষের এক পর্যায়ে মাদরাসার সামনে হেফাজতের নেতাকর্মীরা, থানার সামনে এসপির নেতৃত্বে পুলিশ ও বাস স্ট্যান্ডে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা অবস্থান নেয়। তাদের ত্রিমুখী অবস্থানের কারণে জুমার নামাজের পর থেকে হাটাহাজারী- খাগড়াছড়ি সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

হাটহাজারী থানার ওসি বলেন, এখনো মাদ্রাসার সামনে তাদের পাঁচ পুলিশ সদস্য আটকা পড়ে আছেন এবং দুই সদস্য গুলিবিদ্ধ হয়েছেন।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print