Search

শুক্রবার, ২৫শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ

শুক্রবার, ২৫শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ শুক্রবার, ২৫শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে মহর্‌রম ১৪৪৭ হিজরি

৩০ মার্চ পর্যন্ত স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর কর্মসূচী স্থগিত বিএনপির

প্রভাতী ডেস্ক : ৩০শে মার্চ পর্যন্ত স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর সকল কর্মসূচী স্থগিত করেছে বিএনপি। বুধবার(২৪শে মার্চ) বিকেলে বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক ও দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন কর্মসূচী স্থগিতের ঘোষণা দেন। ড. মোশাররফ বলেন, সারাদেশে করোনা সংক্রমণ বৃদ্ধিতে জনমনে আতঙ্ক ও উৎকণ্ঠাকে অগ্রাধিকার দিয়ে বিএনপির গৃহীত সুবর্ণজয়ন্তীর কর্মসূচী আগামী ৩০ মার্চ পর্যন্ত স্থগিত ঘোষণা করা হলো। করোনা পরিস্থিতির উন্নতি হলে আমাদের গৃহীত কর্মসূচীগুলোর পুনরায় নতুন তারিখ নির্ধারণ করে বাস্তবায়ন করা হবে।

খন্দকার মোশাররফ বলেন, বর্তমানে দেশে করোনাভাইরাস পরিস্থিতি ভয়ঙ্কর ও বিপজ্জনক অবস্থায় উপনীত হয়েছে। চলতি সপ্তাহে দেশে করোনা সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পেয়েছে। এ বছর জানুয়ারি মাসের মাঝামাঝি যেখানে করোনায় শনাক্তের হার ৫ শতাংশের নিচে ছিল, সেখানে চলতি সপ্তাহে তার হার ১৩.৬৯ শতাংশে বৃদ্ধি পায়। মঙ্গলবার দেশে করোনা শনাক্তের সংখ্যা ৩ হাজার ৫৫৪ জন, যা গত ৯ মাসের মধ্যে সর্বোচ্চ। সরকারের দেয়া এ হিসাবও প্রকৃত চিত্র নয় বলে বিশেষজ্ঞরা মনে করেন। ড. মোশাররফ বলেন, ক’দিন ধরে দৈনিক যে পরিমাণ পরীক্ষা করা হচ্ছে, তার মধ্যে একটি বড় অংশ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানকে ঘিরে পরীক্ষা করা হয়েছে। এর বাইরে রয়েছে বিদেশগামী যাত্রী। তাই সাধারণ জনগণকে পরীক্ষার আওতায় আনলে সংক্রমণের সংখ্যা আরও অনেক গুণ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। ড. মোশাররফ বলেন, বিএনপি স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণজয়ন্তী পালনের জন্য বছরব্যাপী বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে। বিএনপি দৃঢ়ভাবে বিশ্বাস করে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস এবং স্বাধীনতার ৫০ বছরের উল্লেখযোগ্য ঘটনাবলীর সঠিক তথ্য জনগণ বিশেষ করে বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরা আমাদের পবিত্র দায়িত্ব। যে জাতি তার প্রকৃত ইতিহাস জানে না, সে জাতি টেকসই উন্নয়ন ও অগ্রগতি সাধন করতে পারে না।

আমরা ইতোমধ্যে আমাদের গৃহীত কিছু কর্মসূচী বাস্তবায়ন করেছি। এ সকল কর্মসূচী দেশে-বিদেশে প্রশংসিত হয়েছে। এসব কর্মসূচীর মাধ্যমে প্রকৃত ইতিহাস জাতির সামনে উঠে আসায় সরকার দলীয় নেতৃবৃন্দ বিভিন্ন প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। কিন্তু আমরা আমাদের কর্মসূচীগুলো গুলো স্বাচ্ছন্দ্যে যাতে পালন করতে না পারি তার জন্য নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে।

ড. মোশাররফ বলেন, সরকারের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন উপলক্ষে বিদেশী মেহমানদের সফরকে কেন্দ্র করে আমাদের বেশ কিছু কর্মসূচী যথা ২২ মার্চের সিম্পোজিয়াম, ২৫ মার্চের আলোচনা সভা, ২৬ মার্চের সুবর্ণজয়ন্তীর র‌্যালি ও ৩০ মার্চের সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশের অনুমতি এখনো পাওয়া যায়নি। পরিতাপের বিষয়, সরকার দেশের জরুরী পরিস্থিতি ও জনস্বার্থের হুমকিকে উপেক্ষা করে তাদের অনুষ্ঠানে জনসমাগম ও বিদেশী মেহমানদের স্বাগত জানাতে গিয়ে দেশের মানুষকে আরো করোনা ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে। করোনাকালের এ কঠিন পরিস্থিতিতে তাদের বাংলাদেশ সফরে জনগণ স্বস্তিবোধ করছেনা। এ বিষয়ে দেশের জনগণের ক্ষোভ-বিক্ষোভকে দাবিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print