শনিবার, ১০ই মে ২০২৫ খ্রিস্টাব্দ

শনিবার, ১০ই মে ২০২৫ খ্রিস্টাব্দ শনিবার, ১০ই মে ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই জিলকদ ১৪৪৬ হিজরি

১লা নভেম্বরের সংলাপে যাচ্ছে ঐক্যফ্রন্টের ১৬ সদস্যের প্রতিনিধি দল

প্রভাতী ডেস্ক: আগামী ১লা নভেম্বর ঐক্যফ্রন্টের সাথে আওয়ামী লীগের সংলাপের সময় নির্ধারণ করা হয়েছে। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ১৬ সদস্যের প্রতিনিধি দল নিয়ে সংলাপে অংশ নেবে জাতীয় ঐক্যফ্রন্ট। প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (৩০ অক্টেবর) সকালে সংলাপের জন্য প্রধানমন্ত্রীর কাছ থেকে আনুষ্ঠানিক আমন্ত্রণ পাওয়ার পর বিকেলে মতিঝিলে কামাল হোসেনের চেম্বারে ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের এসব তথ্য জানান জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)’র সভাপতি আ স ম আবদুর রব।

তিনি বলেন, ‘আমরা মাননীয় প্রধানমন্ত্রীর আমন্ত্রণ সাদরে গ্রহণ করেছি। আমরা বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় গণভবনে যাবো। ঐক্যফ্রন্টের ১৫ নেতা যাবেন। কামাল হোসেন আমাদের নেতা, উনি ১৫ জনের বাইরে। এর মধ্যে বিএনপির ৫ নেতা থাকবেন।’

প্রধানমন্ত্রীর সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের সংলাপের মাধ্যমে আগামী দিনে একটি সম্ভাবনা সৃষ্টি হবে বলেও আশা প্রকাশ করেন রব। তবে সংলাপের যোগ দিতে ১৬ জনের মধ্যে কারা থাকবেন সেই ব্যাপারে কিছুই বলেননি তিনি।

তিনি বলেন, ‘আমি আশা করি সংলাপের মাধ্যমে আগামী দিনে একটি সম্ভাবনা সৃষ্টি হবে। কোনও সংলাপ ব্যর্থ হয় না।’

রব আরও বলেন, ‘আমরা সব বিষয়েই কথা বলব। সংবিধান তো জনগণের জন্য। তাই জনগণের ভোটাধিকার যাতে নিশ্চিত হয়, সেটাই আমাদের দাবি।’

এর আগে বিকেল সোয়া ৪টায় ড. কামাল হোসেনের মতিঝিলের চেম্বারে শুরু হওয়া বৈঠকে ড. কামাল হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, গণফোরামের প্রেসিডিয়াম সদস্য জগলুল হায়দার আফ্রিক, জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব, সহ-সভাপতি তানিয়া রব, সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, সাবেক ছাত্রনেতা সুলতান মুহাম্মদ মনসুর ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী প্রমুখ।

এর আগে গত ২৭ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ৭ দফা দাবি এবং ১১ দফা লক্ষ্য সম্বলিত পৃথক চিঠি দেয় ঐক্যফ্রন্ট।

সংলাপে সাড়া দিয়ে মঙ্গলবার (৩০ অক্টোবর) সকাল ৭টা ৫০ মিনিটে জাতীয় ঐক্যফ্রন্টকে চিঠি দেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। কামাল হোসেনের বেইলি রোডের বাসায় চিঠিটি পৌঁছে দেন আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print