প্রভাতী ডেস্ক: অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত পুনরায় নির্বাচনে অংশ গ্রহণ করবেন বলে জানিয়েছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসন থেকে মনোনয়নপত্র দাখিল করবেন তিনি।
বুধবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
আবুল মাল আবদুল মুহিত বলেন, আমি নির্বাচনে অংশ না নেওয়ার কথা বলেছিলাম। কিন্তু পরিবর্তিত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আমি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা