Search

শুক্রবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

শুক্রবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ শুক্রবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে রবিউল আউয়াল ১৪৪৭ হিজরি

আল জাজিরার সংবাদ বিষয়ে ৪ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার আবেদন

প্রভাতী ডেস্ক : ১লা ফেব্রুয়ারী কাতার ভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরায় প্রচারিত ‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’ শিরোনামে প্রতিবেদনের সাথে সংশ্লিষ্ট চার জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলার আবেদন করা হয়েছে ঢাকার একটি আদালতে।

মামলার আবেদনে অভিযুক্তরা হলেন, ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান, সুইডেন প্রবাসী সাংবাদিক তাসনিম খলিল, হাঙ্গেরি প্রবাসী বাংলাদেশি জুলকারনাইন সামি এবং আল জাজিরার ডিরেক্টর জেনারেল ও প্রধান সম্পাদক মোস্তেফা স্যোয়াগ।

ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে বুধবার(১৮ই ফেব্রুয়ারী) মামলার আবেদনটি করেছেন বঙ্গবন্ধু ফাউণ্ডেশনের নির্বাহী সভাপতি এডভোকেট আব্দুল মালেক ওরফে মশিউর মালেক।

তিনি জানিয়েছেন, বাংলাদেশের সেনা বাহিনীর প্রধান এবং তার ভাইদের কর্মকাণ্ড নিয়ে প্রতিবেদন আল জাজিরায় প্রচার করে রাষ্ট্র এবং সরকার বিরোধী ষড়যন্ত্র করা হয়েছে। আবেদনে তিনি এই অভিযোগ এনেছেন।

তিনি বলেছেন, তার মামলা গ্রহণ করা না করা বা তদন্তের প্রশ্নে তারা এখন আদালতের সিদ্ধান্তের অপেক্ষায় আছেন। বৃহস্পতিবার আদালত কোন সিদ্ধান্ত দিতে পারে, এমনটা তিনি আশা করছেন। তবে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করার ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন বা অনুমতির প্রয়োজন হয়।

আইনজীবীরা জানিয়েছেন, মামলা গ্রহণ করা না করার প্রশ্নে সিদ্ধান্ত দেয়ার আগে আদালত যদি আবেদনটি তদন্তের জন্য পাঠায়, তখন তদন্তে রাষ্ট্রদ্রোহের অভিযোগের প্রমাণ মিললে সরকারের অনুমতি নেয়ার প্রয়োজন হয়।

সেই পর্যায়ে তদন্তকারি কর্মকর্তা অনুমতির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করতে পারেন। তবে অনুমতি দেয়ার এখতিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বলে তারা উল্লেখ করেছেন।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print