Search

রবিবার, ৩রা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

রবিবার, ৩রা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ রবিবার, ৩রা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ, ৮ই সফর ১৪৪৭ হিজরি

চসিক নির্বাচনের আগে জামিনে মুক্ত টিনু!

প্রভাতী ডেস্ক : চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচন পরিস্থিতি দিন দিন জটিল আকার ধারণ করছে; সেই শঙ্কায় এবার যুক্ত হলো নতুন আতঙ্ক। নির্বাচনের মাত্র এক সপ্তাহ আগে জামিনে মুক্তি পেয়েছেন আলোচিত ক্যাডার নুর মোস্তফা টিনু।

সোমবার (১৮ জানুয়ারি) বিকেলে তিনি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে ছাড়া পান বলে সংবাদ মাধ্যমকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেলা সুপার শফিকুল ইসলাম খান।

টিনুর পারিবারিক সূত্রে জানা গেছে, সব মামলায় জামিন পেয়ে নুর মোস্তফা টিনু আজ বিকেলে কারাগার থেকে ছাড়া পেয়েছেন। পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে তিনি চট্টলাবীর এবিএম মহিউদ্দিন চৌধুরীর কবর জিয়ারত করেন।

প্রসঙ্গত, ২০১৯ সালের ২২ সেপ্টেম্বর দিবাগত রাত ১২টায় নগরীর কাপাসগোলা এলাকা থেকে টিনুকে একটি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলিসহ আটক করে র‌্যাব। পরে তার বাসায় তল্লাশি চালিয়ে একটি শটগান ও ৬৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

পরদিন অস্ত্র আইনে মামলা করে টিনুকে নগরীর পাঁচলাইশ মডেল থানায় হস্তান্তর করা হয়। ২৩ সেপ্টেম্বর টিনুকে আদালতে সোপর্দ করে পুলিশ সাত দিনের রিমান্ড আবেদন করে। আদালত ২৬ সেপ্টেম্বর শুনানি শেষে ১দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে ২০০৩ সালে অত্যাধুনিক একে-২২ অস্ত্রসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হয়ে প্রথমবারের মতো আলোচনায় আসেন টিনু। সেই মামলায় দীর্ঘদিন কারাভোগও করেছিলেন তিনি।

এই টিনু চকবাজার ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে লড়তে মনোনয়নপত্রও জমা দিয়েছিলেন। পরে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাইয়েদ গোলাম হায়দার মিন্টুকে সমর্থন দিয়ে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ান।

নগরীর চকবাজার, পাঁচলাইশ ও বাকলিয়া এলাকায় তার নিজস্ব বাহিনী আছে। এলাকার কোচিং সেন্টার, ক্লিনিক, প্রাইভেট হাসপাতালসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান তার কাছে জিম্মি বলে অভিযোগ রয়েছে।

বিভিন্ন সময় বিভিন্ন কলেজে আধিপত্য বিস্তার ও সংঘর্ষে জড়িয়েছেন নুর মোস্তফা টিনু। সংঘর্ষে পুলিশের ওপর হামলার ঘটনাও ঘটেছে।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print