Search

বুধবার, ১২ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

বুধবার, ১২ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ বুধবার, ১২ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জমাদিউল আউয়াল ১৪৪৭ হিজরি

চসিক নির্বাচন: প্রচারণার সময় ডা. শাহাদাতের গাড়িবহরে হামলা, আহত ৪

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেনের নির্বাচনী প্রচারণার গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিএনপির ৪ জন কর্মী আহত হয়। শনিবার (১৬ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টায় হালিশহর রূপসা বেকারির সামনে এ ঘটনা ঘটে বলে জানান ডা. শাহাদাতের একান্ত সচিব মারুফুল হক চৌধুরী।

তিনি বলেন, নগরীর ২৬ নম্বর ওয়ার্ড উত্তর হালিশহরে গণসংযোগ করা হয়। গণসংযোগ শেষে ফেরার পথে হালিশহর রূপসা বেকারির সামনে ডা. শাহাদাতের গাড়িবহরে অতর্কিত হামলা চালায় যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা। হামলাকারীরা বিএনপি প্রার্থীর গাড়ির লাইট-গ্লাস ভাঙচুর করে। এসময় বিএনপির ৪ জন কর্মী আহত হন।

তিনি বলেন, বিষয়টি মৌখিকভাবে তাৎক্ষণিক চসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তাকে জানানো হয়েছে। কিছুক্ষণের মধ্যে আমরা লিখিতভাবে অভিযোগ দাখিল করব।

চসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা হাসানুজ্জামান পূর্বকোণকে বলেন, এ বিষয়ে এখনো লিখিতভাবে কোন অভিযোগ করা হয়নি। তবে মৌখিকভাবে জানার পর দ্রুত ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print