Search

বৃহস্পতিবার, ১৮ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

বৃহস্পতিবার, ১৮ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার, ১৮ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে রবিউল আউয়াল ১৪৪৭ হিজরি

একজন আ.জ.ম নাছির উদ্দিনে করোনা মুক্তির স্বপ্ন দেখছে চট্টলাবাসী

কোভিড ১৯ বা করোনা ভাইরাস এমন একটা রোগ যা সংস্পর্শে প্রবেশ করতে পারে শরীরে। দেশের অন্যান্য করোনা হটস্পট জেলার মত প্রানের চট্টলায়ও এই ভাইরাসটি দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে । জীবন চলাচল যখন থমকে যাচ্ছে তবুও এই সময়ে বসে নাই ষাটোর্ধ্ব একজন মানুষ। তিনি চট্টলার নগর পিতা আ.জ.ম নাছির উদ্দিন। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চট্টগ্রাম শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে চলা মানুষটার নেই বিশ্রাম নেই কোনো নিজের জীবন নিয়ে চিন্তা। মাথায় যেন সারাদিন ঘুরে কিভাবে নগরবাসীকে ভালো রাখা যায়। কখনো সরকারি ত্রাণের সুষম বন্টন,কখনো নিজের তহবিল থেকে প্রতিদিন ত্রান কার্যক্রম চলমান রেখেছিলেন নগরে। সার্বক্ষনিক পর্যবেক্ষন দূরদর্শী সিদ্ধান্ত নিয়ে করোনা প্রতিরোধে অনেকটা অগ্রনী ভূমিকা পালন করছে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দিন। চট্টলার সাধারন খেটে খাওয়া মানুষের নিকট হয়ে উঠেছেন একজন ক্লান্তিহীন যোদ্ধা৷স্বয়ং দেবতা বললেও বিন্দু পরিমাণ ভুল হবেনা।

সারাদিনের কাজ শেষে রাতে যখন একটু বিশ্রামে থাকার কথা তখনি সরকারের উন্নয়নমুখী কার্যক্রম তুলে ধরতে বিভিন্ন টিভি চ্যানেলে লাইভ অনুষ্ঠানে হাজির হন চট্টগ্রামের এই গণমানুষের নেতা।

চট্টগ্রামের সাধারণ মানুষের করোনাকালে দুঃখ দূর্দশা লাগবে রাত দিন কাজ করে যাওয়া মানুষটাকে নিয়ে যখন পুরো চট্টগ্রাম করোনা জয়ের স্বপ্ন দেখছে ঠিক তখনি একটা স্বার্থান্বেষী মহল উঠে পরে লাগলো। ঐ মহলটা থেকে প্রতিনিয়ত চট্টগ্রামের এই মানবিক মেয়রকে নিয়ে ছড়ানো হচ্ছে মিথ্যাচার, রটানো হচ্ছে ভিত্তিহীন কথাবার্তা। সব দেখেও মুখে হাসি রেখে আবার পরের দিন নতুন সূর্যোদয়ের সাথে সাথে উঠে পড়েন চট্টগ্রামবাসীর সেবা দিতে চট্টগ্রামের গণমানুষের এই নেতা।

আ.জ.ম নাছির উদ্দিন এখন গণমানুষের স্বপ্নদ্রষ্টা, ওনার হাত ধরেই (কোভিড ১৯) করোনা ভাইরাস জয় করার পথে অনেকটা সফলতার সাথে এগিয়ে চলছে প্রানের চট্টলা।
আপনাকে মনে রাখবে কৃতজ্ঞ চিত্তে আজীবন চট্টলার গণমানুষ। আপনি থাকবেন চট্টলার মানুষের হৃদয়ে। আবারো কোনো মহামারী আসলে চট্টলার সাধারণ দিনমজুর মানুষেরা স্বপ্ন দেখে বলবে আমাদের একজন আ.জ.ম নাছির উদ্দিন আছে, আমরা ভয় করিনা কোনো মহামারীতে।

লেখক- মোহাম্মদ মাসফিক
যুগ্ম সম্পাদক- মুক্তিযুদ্ধ মঞ্চ চট্টগ্রাম মহানগর।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print