শনিবার, ১২ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ

শনিবার, ১২ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ শনিবার, ১২ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই মহর্‌রম ১৪৪৭ হিজরি

করোনা সংক্রমণ : ২৪ ঘন্টায় ৩৪ জনের প্রাণহানি,শনাক্ত ২৭০৯ জন !

প্রভাতী ডেস্ক : করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ৩৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট ২ হাজার ৫৮১ জন করোনা রোগী মারা গেলেন।

এই সময়ে আরো ২ হাজার ৭০৯ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলেন ২ লাখ ২ হাজার ৬৬ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৩৭৩ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১ লাখ ১০ হাজার ৯৮ জন।

শনিবার(১৮ই জুলাই) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা নিয়মিত ব্রিফিংয়ে এসব তথ্য জানান।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ১০ হাজার ৬৩২টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ১০ হাজার ৯২৩টি নমুনা পরীক্ষা করে ২ হাজার ৭০৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। মোট আক্রান্ত ২ লাখ ২ হাজার ৬৬ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৪.৮০ শতাংশ।

ডা. নাসিমা জানান, গত ২৪ ঘণ্টায় ৩৪ জন মারা গেছেন। এর মধ্যে পুরুষ ২৯ জন ও নারী ৫ জন। এ পর্যন্ত যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে পুরুষের সংখ্যা ২ হাজার ৪০ জন আর নারী ৫৪১ জন।

তিনি বলেন, শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৪.৪৯ শতাংশ ও মৃত্যুর হার ১.২৮ শতাংশ।

স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক জানান, বয়স বিভাজনে ২১-৩০ বছরের মধ্যে ১ জন, ৩১-৪০ বছরের মধ্যে ১জন, ৪১-৫০ বছরের মধ্যে ১জন, ৫১-৬০ বছরের মধ্যে ১৫ জন, ৬১-৭০ বছরের মধ্যে ৫ জন, ৭১-৮০ বছরের মধ্যে ১০ জন এবং ৮১-৯০ বছরের ১ জন মারা গেছেন। এর মধ্যে হাসপাতালে ৩২ জন এবং বাড়িতে ২ জন মারা গেছেন।

ডা. নাসিমা আরো জানান, বিভাগভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ১৪ জন, চট্টগ্রামে ৩ জন, রাজশাহীতে ৫ জন, সিলেটে ৪ জন, খুলনায় ৬ জন, বরিশাল ও ময়মনসিংহে ১জন করে জন মারা গেছেন।

এ পর্যন্ত ঢাকা বিভাগে ১ হাজার ২৬৯ জন, চট্টগ্রামে ৬৫৮ জন, রাজশাহী ১৩৬, খুলনায় ১৫৬ জন, বরিশালে ৯৮ জন, রংপুরে ৮৭, সিলেটে ১২০ এবং ময়মনসিংহে ৫৭ জন মারা গেছেন।

প্রসঙ্গত গত বছরের ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশে প্রথম কোভিড-১৯ রোগীশনাক্ত হন ৮ মার্চ এবং এ রোগে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print