Search

বৃহস্পতিবার, ১৮ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

বৃহস্পতিবার, ১৮ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার, ১৮ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে রবিউল আউয়াল ১৪৪৭ হিজরি

সুশান্ত সিং রাজপুতের মৃত্যু : আত্মহত্যা নয় খুন- দাবী নিকটাত্মীয়ের !

আন্তর্জাতিক ডেস্ক : করোনা ভাইরাসের মধ্যেই ভারতে আত্মহত্যা করলেন বলিউডের নতুন প্রজন্মের অন্যতম জনপ্রিয় মুখ সুশান্ত সিং রাজপুত।

৩৪ বছর বয়সে আত্মহত্যা করলেন রাজপুত। এম এস ধোনি দ্য আনটোল্ড স্টোরি খ্যাত অভিনেতার আত্মহত্যার খবর হিন্দুস্তান টাইমসকে নিশ্চিত করেছেন তাঁর পিআর। কেরিয়ারের শীর্ষে থেকেও কেন আত্মহননের পথ বেছে নিলেন সুশান্ত তা নিয়ে হয়রান গোটা ইন্ডাস্ট্রি।

প্রাথমিক সূত্রে জানা গেছে, রবিবার(১৪ই জুন) সকালে সুশান্তের গৃহ পরিচারক পুলিশকে খবর দেন। কোন সময় এই ঘটনা ঘটেছে সেই নিয়ে এখন কোনো তথ্য পাওয়া যায় নি। তবে প্রাথমিকভাবে আত্মহত্যা বলে অনুমান করা হলেও এই জনপ্রিয় অভিনেতাকে খুন করা হয়েছে বলে দাবি সুশান্তের এক নিকট আত্মীয়ের।

ভারতের বিহারের পূর্ণিয়ার বাসিন্দা সুশান্ত। সেখানে তার এক আত্মীয় দাবি করেছেন যে সুশান্তকে খুন করা হয়েছে। এই ঘটনায় সিবিআই তদন্তের দাবিও জানিয়েছেন তিনি। তবে পুলিশ প্রাথমিক তদন্তে আত্মহত্যা বলেও অনুমান করেছে। কিন্তু তার আত্মীয় আরসি সিং বলেন, সুশান্ত খুবই সাহসী ছেলে। সে কখনোই আত্মহত্যা করতে পারে না। তাকে খুন করা হয়েছে। তিনি আরো উল্লেখ করেন, কয়েকদিন আগেই তার প্রাক্তন ম্যানেজার দিশা সাইলানের মৃত্যু হয়। তাকেও খুন করা হয়েছে বলে দাবি করেন সুশান্তের এই আত্মীয়।

ভারতের স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, ঘটনার আগে বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়েছেন তিনি। অর্থাৎ তার বন্ধুরা ফ্ল্যাটেই উপস্থিত ছিলেন। সকালে তার গৃহ পরিচারিকা দরজা না খুলতে পারায় ভাঙার চেষ্টা করেন। ভাঙতে না পারলে একজন মেকানিক ডেকে আনা হয়। এরপরই দরজা খুলে তার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে।

টেলিভিশন শো দিয়ে অভিনয় শুরু সুশান্তের। তার জনপ্রিয় সিরিয়াল ছিল ‘পবিত্র রিস্তা।’ অঙ্কিতা লোখান্ডের সঙ্গে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। রীতিমত ঘরে ঘরে চলত সেই ধারাবাহিক। একাধিক বলিউডের ছবিতেও মুখ্য চরিত্রে অভিনয় করেছেন তিনি। তার সবচেয়ে উল্লেখ্য ছবিগুলো হলো এম এস ধোনি, ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী, কেদারনাথ। শেষ তাকে দেখা গিয়েছিল ছিছোরে ছবিতে।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print