Search

শুক্রবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

শুক্রবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ শুক্রবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে রবিউল আউয়াল ১৪৪৭ হিজরি

চট্টগ্রামের সাবেক বিভাগীয় কমিশনার আবদুল মান্নান স্বাস্থ্যসেবা বিভাগের নতুন সচিব !

প্রভাতী ডেস্ক : স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব হিসেবে নিয়োগ পেলেন কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলায় চট্টগ্রামের সাবেক বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক আবদুল মান্নান।

তিনি কর্মজীবনে মাঠ প্রশাসনে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী অফিসার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে কাজ করেন।

আবদুল মান্নান ২০১২ সালের ২১ অক্টোবর থেকে ২০১৪ সালের ১০ এপ্রিল পর্যন্ত চট্টগ্রামের জেলা প্রশাসকের দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসকের দায়িত্ব পালন করেন। পরে বাণিজ্য মন্ত্রণালয়ে যুগ্ম সচিব ও অতিরিক্ত সচিব হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন শেষে ২০১৭ সালের ১১ সেপ্টেম্বর চট্টগ্রামের বিভাগীয় কমিশনার পদে তাকে পদায়ন করা হয়। চলতি বছরের ২৭ জানুয়ারি চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নানকে সচিব পদে পদোন্নতি দিয়ে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান করা হয়। এরপর ৪ মাসের মাথায় তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ পেলেন।

বিসিএস প্রশাসন ক্যাডারের ৮ম ব্যাচের কর্মকর্তা আবদুল মান্নান ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিপ্লোমা-ইন-এডুকেশন ডিগ্রিও অর্জন করেন তিনি।

চাকরি জীবনে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সমাজ কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে বিভিন্ন পদে কর্মরত ছিলেন মো. আবদুল মান্নান।

সরকারের তথ্য কমিশন আয়োজিত ‘আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০১৯’ এ শ্রেষ্ঠ বিভাগীয় কমিশনার হিসেবে ‘তথ্য অধিকার পদক’ পেয়েছেন তিনি। মিয়ানমারের নিপীড়নের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া ১০ লাখ রোহিঙ্গার সার্বিক কার্যক্রম তদারকি ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে গঠিত জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের ডেপুটি টিম লিডার হিসেবেও দায়িত্ব পালন করেন জনপ্রশাসনের মেধাবী এই কর্মকর্তা।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print