Search

সোমবার, ১৫ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

সোমবার, ১৫ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ সোমবার, ১৫ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, ৩১শে ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে রবিউল আউয়াল ১৪৪৭ হিজরি

চট্টগ্রামে ডাক্তার,রাজনীতিবিদ ও সাংবাদিকসহ ২৪ ঘন্টায় করোনা শনাক্ত ৯৮ জন !

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে করোনাভাইরাসের প্রধান পরীক্ষাগার বিআইটিআইডি ল্যাবের প্রধান ডা. শাকিল আহমেদ ও ল্যাবের আরো ১জন কর্মীসহ নতুন ৯৮ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন মঙ্গলবার। এছাড়া চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি এবং চ্যানেল আই এর চট্টগ্রাম ব্যুরো চীফ ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদসহ কয়েকজন সাংবাদিক করোনা পজেটিভ শনাক্ত হয়েছেন। শনাক্ত ৯৮ জনের মধ্যে ৮৮ জন মহানগরের ও ১০ জন বিভিন্ন উপজেলার। ফলে চট্টগ্রামে মোট করোনা পজিটিভ শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৯৮৫ জনে।

মঙ্গলবার (২৬ মে) ৪টি ল্যাবে চট্টগ্রামের মোট ৫০৭টি নমুনা পরীক্ষায় মোট ১০১ জন করোনা পজিটিভ শনাক্ত হন। যাদের ৯৮ জন নতুন করে শনাক্ত হয়েছেন। এদিন রাত সাড়ে ১১ টা নাগাদ চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী এসব তথ্য নিশ্চিত করেন।

সিভিল সার্জনের দেওয়া তথ্য অনুযায়ী চট্টগ্রামে সবচেয়ে বেশি নমুনা পরীক্ষা হয় বিআইটিআইডি ল্যাবে। ৩৩১টি নমুনা পরীক্ষায় চট্টগ্রাম জেলায় ৫১ জন করোনা পজিটিভ রোগী পাওয়া গেছে ওই ল্যাবে। এর মধ্যে মহানগরে ৪৫ জন ও বিভিন্ন উপজেলার ৬ জন রয়েছেন।

অন্যদিকে চমেক ল্যাবে ৬৭ নমুনা পরীক্ষায় পজিটিভ শনাক্ত হওয়া ৪৬ জনের মধ্যে ৪৪ জন নগরের ও ২ জন উপজেলার বাসিন্দা।

এছাড়া সিভাসু ল্যাবে ১০০ নমুনা পরীক্ষায় চট্টগ্রামের ৩ জন করোনা পজিটিভ পাওয়া গেছে। তবে এর একটিও নগরের নয়। কক্সবাজারে লোহাগাড়ার ১ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন আজ।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print