বুধবার, ১৬ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ

বুধবার, ১৬ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ বুধবার, ১৬ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই শাওয়াল ১৪৪৬ হিজরি

ঢাকার সিএমএম আদালতে মইনুল, মইনুলের উপর ব্যক্তিগত ক্ষোভ নেই-ভাট্টি

প্রভাতী ডেস্ক: গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয় থেকে ঢাকার মহানগর মুখ্য হাকিমের আদালতে নেয়া হয়েছে ব্যারিস্টার মইনুল হোসেনকে।

রংপুরের মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানা গেছে।

দুপুর ১২টার দিকে ডিবি কার্যালয়ে থেকে তাকে আদালতের উদ্দেশে নেয়া হয়।

দুপুর ১টার দিকে তাকে বহনকারী ডিবির গাড়িটি আদালত প্রাঙ্গণে পৌঁছায়।

সোমবার রাত ৯টা ৪৫ মিনিটে ডিবি পুলিশের একটি দল রাজধানীর উত্তরায় জেএসডি নেতা আ স ম আবদুর রবের বাসা থেকে তাকে আটক করে।আটকের পরপরই ব্যারিস্টার মইনুলকে গোয়েন্দা কার্যালয়ে নেয়া হয়। তাকে সেখানে জিজ্ঞাসাবাদও করা হয়।

ব্যারিস্টার মইনুলকে রংপুর ও ব্রাহ্মণবাড়িয়ায় করা মামলায় গ্রেফতার করা হয়েছে বলে জানান পুলিশ।

রংপুরে সোমবার ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানির মামলা করেন মানবাধিকারকর্মী মিলি মায়া। তিনি রংপুর নগরীর মুলাটোল মহল্লার বাসিন্দা।

মইনুল হোসেনকে গ্রেফতারের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাংবাদিক মাসুদা ভাট্টি বলেন, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমার চাওয়া প্রচলিত আইনে তার বিচার হোক। সত্য প্রকাশ পাক। তার ওপর আমার ব্যক্তিগত কোনো রাগ বা ক্ষোভ নেই।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print