মঙ্গলবার, ২৪শে জুন ২০২৫ খ্রিস্টাব্দ

মঙ্গলবার, ২৪শে জুন ২০২৫ খ্রিস্টাব্দ মঙ্গলবার, ২৪শে জুন ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে জিলহজ ১৪৪৬ হিজরি

সড়ক আইন সংশোধনের দাবীতে ৪৮ ঘন্টার পরিবহণ ধর্মঘটের ডাক

প্রভাতী ডেস্ক: সড়ক পরিবহন আইনের কতিপয় ধারা পরিবর্তনের দাবিতে ২৮ অক্টোবর রবিবার ভোর ৬টা থেকে সারা দেশে ৪৮ ঘণ্টার কর্মবিরতির ডাক দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন।

সোমবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৯ সেপ্টেম্বর জাতীয় সংসদে সড়ক পরিবহন আইন-২০১৮ পাস হয়েছে। এই আইনে শ্রমিকদের স্বার্থ পরিপন্থী কিছু ধারা রয়েছে। এছাড়া, সড়ক দুর্ঘটনাকে দুর্ঘটনা হিসেবে গণ্য না করে, অপরাধ হিসেবে গণ্য করে আইন পাস করা হয়েছে।
এছাড়া সড়ক দুর্ঘটনা মামলায় ফাঁসির ঝুঁকি রয়েছে। এমনই অনিশ্চিত ও আতঙ্কগ্রস্ত হয়ে দায়িত্ব পালন করা শ্রমিকদের পক্ষে সম্ভব হচ্ছে না। যার কারণে আন্দোলন ছাড়া কোনো বিকল্প আমাদের সামনে খোলা নেই।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print