বুধবার, ২রা জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ

বুধবার, ২রা জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ বুধবার, ২রা জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই মহর্‌রম ১৪৪৭ হিজরি

জমিয়তুল ফালাহ মাঠে ৪র্থ জানাযা শেষে মায়ের পাশে চির নিদ্রায় শায়িত হবেন বাংলার গিটার সম্রাট বাচ্চু

স্টাফ রিপোর্টার: আজ বাদ আছর নগরীর জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে কিংবদন্তী ব্যান্ড শিল্পী,গিটারের যাদুকর আইয়ুব বাচ্চুর ৪র্থ জানাযা শেষে চৈতন্য গলিস্থ কবরস্থানে মায়ের কবরের পাশে দাফন করা হবে।

সকাল ১০টার দিকে ইউএস বাংলার একটি বিমানে ঢাকা থেকে তাঁর মরদেহ আনা হয় চট্টগ্রামে।

মরহুম শিল্পীকে নগরীর মাদারবাড়ি এলাকায় তাঁর নানা বাড়িতে রাখা হয়েছে।শ্রদ্ধা নিবেদনের জন্য সেখানে তার ভক্তদের উপচে পড়া ভীড়। শ্রদ্ধা নিবেদন শেষে তার মরদেহ নেওয়া হবে জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে।

এর আগে শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে বাদ জুমা জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হয় আইয়ুব বাচ্চুর ১ম জানাযা। এরপর মগবাজারে প্রিয় শিল্পীর স্টুডিও সংলগ্ন কাজী অফিস গলির মসজিদ মাঠে অনুষ্ঠিত হয় ২য় জানাযা। ৩য় জানাজা হয় তেঁজগাঁও চ্যানেল আই ভবন সংলগ্ন মাঠে। এর পরে স্কয়ারের মর্গেই রাখা হয়েছিল আইয়ুব বাচ্চুর মরদেহ।

গত বৃহস্পতিবার সকাল ১০টায় হৃদরোগ জনিত কারণে স্কয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেন এই প্রিয় শিল্পী।নিজ কর্মদক্ষতায় লাখ লাখ ভক্তের হৃদয়ে বেঁচে থাকবেন এই গিটার সম্রাট।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print