শনিবার, ১০ই মে ২০২৫ খ্রিস্টাব্দ

শনিবার, ১০ই মে ২০২৫ খ্রিস্টাব্দ শনিবার, ১০ই মে ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই জিলকদ ১৪৪৬ হিজরি

বোয়ালখালীতে হাতির আক্রমনে নিহত ৩ !

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কধুরখীল, সৈয়দনগর ও জ্যৈষ্ঠপুরা এলাকায় লোকালয়ে আসা হাতির আক্রমণে ৩ জন নিহত হয়েছে। নিহতরা হলেন- মো. আবু তাহের মিস্ত্রি (৬৫), জাকের হোসাইন (৬৫) ও  আবদুল মাবুদ (৬০)।

রোববার (২৪ নভেম্বর) সকালে হাতির পৃথক আক্রমণের শিকার হন তারা। কয়েকজন প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার কধুরখীল এলাকার চৌধুরী সুলতান আহমেদ কমপ্লেক্সের সামনে আজ ভোর ৬টার দিকে হাতি শুঁড়ের আঘাতে আবু তাহেরকে মেরে ফেলে।

কধুরখীলের পাশের এলাকায় ভোর সাড়ে ৬টার দিকে হাতি শুঁড়ের আঘাতে জাকির হোসেনকে মেরে ফেলে। এরপর জ্যৈষ্ঠপুরা এলাকায় সকাল ৭টার দিকে হাতি পায়ের আঘাতে মোহাম্মদ আলীকে মেরে ফেলে। এ সময় হাতিটি একটি গরুকেও পায়ের আঘাতে মেরে ফেলে।

এর আগে গতকাল শনিবার রাতে ৬-৭টি হাতি বন থেকে লোকালয়ে এসে কধুরখীল ও জ্যৈষ্ঠপুরা এলাকায় তাণ্ডব চালিয়ে বেশ কিছু বাড়িঘর ভাঙচুর ও খেতের ফসল নষ্ট করে। এ সময় কয়েকজন আহতও হন।

বোয়ালখালী থানার পুলিশ পরিদর্শক মুহাম্মদ হেলাল উদ্দিন ফারুকী গনমাধ্যমকে জানান, জমিতে কাজ করার সময় লোকালয়ে আসা হাতির আক্রমণের শিকার হয়ে ঘটনাস্থলেই তারা মৃত্যুবরণ করেন। হাতির দল আবাদি জমিতেও তাণ্ডব চালিয়েছে।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print