শনিবার, ১০ই মে ২০২৫ খ্রিস্টাব্দ

শনিবার, ১০ই মে ২০২৫ খ্রিস্টাব্দ শনিবার, ১০ই মে ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই জিলকদ ১৪৪৬ হিজরি

চট্টগ্রাম প্রেস ক্লাবের নির্বাচনে সভাপতি আব্বাস এবং সম্পাদক ফরিদ

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম প্রেস ক্লাবের নেতৃত্ব পেয়েছেন সিনিয়র সাংবাদিক আলী আব্বাস এবং চৌধুরী ফরিদ। ২৩ ফেব্রুয়ারী শনিবার প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে আলী আব্বাস সভাপতি এবং ফরিদ উদ্দীন চৌধুরী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্বাচনের ভোট গ্রহণের পর গণনা শেষে রাতে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার।

নির্বাচন কমিশন সুত্রে জানা গেছে, সভাপতি আলহাজ্ব আলী আব্বাস ১২৭ ভোট, সিনিয়র সহ-সভাপতি সালাউদ্দিন মো. রেজা ১৩৭ ভোট, সহ-সভাপতি মনজুর কাদের মনজু ১৩০ ভোট, সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন চৌধুরী ১২৭ ভোট, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম ৮৭ ভোট, অর্থ সম্পাদক দেব দুলাল ভৌমিক ১১৪ ভোট, সাংস্কৃতিক সম্পাদক রূপম চক্রবর্তী ১২৮ ভোট, ক্রীড়া সম্পাদক দেবাশীষ বড়ুয়া দেবু ১২৪ ভোট, গ্রন্থাগার সম্পাদক রাশেদ মাহমুদ ৮৭ ভোট, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক আইয়ুব আলী ১৪১ ভোট, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিন্টু চৌধুরী ১০৯ ভোট, কার্যনির্বাহী সদস্যরা যথাক্রমে মো. শামসুল ইসলাম ১১৯ ভোট, স.ম ইব্রাহিম ১০৪ ভোট, মোহাম্মদ আলী ৮৯ ভোট ও কাজী আবুল মনসুর ৮৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print